বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অব্জল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী আমলে আমাদের সবগুলো অফিস সিলগালা করে দেওয়া হয়েছিল। আমাদের নেতাকর্মীদের ঘর থেকে তুলে নিয়ে গুম খুন নির্যাতন করা হয়েছে। আমাদের নেতাদেরকে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।

কিন্তু আমরা তাদের প্রতি প্রতিশোধে বিশ্বাসী নই। তবে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, জামায়াতের লক্ষ্য ইসলামী কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্রগঠন করা। যে রাষ্ট্রে নারী-পুরুষ, মুসলিম-অমুসলিম সকলে সম অধিকার ভোগ করবে। থাকবে না কোনো জুলুম, অত্যাচার, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, যিনা-ব্যাভিচার, অশ্লীলতা, বেহায়াপনা। সব নির্মূল করে জামায়াত একটি সাম্যের সুন্দর এবং ভাতৃত্বের একটি সমাজ গঠন করার জন্য কাজ করছে।’ তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী দেশ পরিচালনায় দায়িত্ব পেলে সবচেয়ে নিরাপদে থাকবে অমুসলমানেরা।’ তিনি জামায়াতের অফিসকে কোন আড্ডা দেওয়ার জায়গা হবে না, হবে ইসলাম চর্চার কেন্দ্র। শুক্রবার (১১ জুলাই) বিকেলে খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

৮নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা ইউনিট সদস্য অধ্যাপক আব্দুল মোমিন সানা, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাঈদুর রহমান, পাইকগাছা উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন পৌরসভার নায়েবে আমীর মুহাদ্দিস স ম আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য দেন রাড়ুলী ইউনিয়ন আমীর হাফেজ তৌহিদুজ্জামান নূর প্রমুখ।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আগামী ১৯ জুলাই শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশ হচ্ছে জুলাই গণহত্যার বিচারসহ সাত দাবিতে। এই সমাবেশ সফল করতে সকলকে ঢাকা চলো শ্লোগানকে সামনে রেখে সমাবেশে যোগদান করতে হবে। আমাদের এই সাত দফা দাবি জাতীর দাবি। এটি কোন দলের দাবি নয়।