রাবি রিপোর্টার : গাজীপুরের কালিয়াকৈরে শিশু ধর্ষণের ঘটনাসহ ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রীসংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। এসময় তাঁরা অভিযোগ করে বলেন, মাদ্রাসার ছাত্রী হওয়ায় ধর্ষণের ঘটনা মিডিয়ায় তেমনভাবে প্রচার করা হচ্ছে না।
গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে জুলাই-৩৬ হলের নব-নির্বাচিত সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক ও ইসলামী ছাত্রীসংস্থার কর্মী ফাতেমাতুস সানিহা বলেন, “এবছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ধর্ষণের মামলা হয়েছে। তবে বেশি সংখ্যক মামলার কেনো সুষ্ঠু বিচার হয়নি। ১৩ বছরের শিশুকে ধর্ষণ করা হচ্ছে তবুও মিডিয়ায় প্রচার করা হচ্ছে না।