কেরানীগঞ্জের র‌্যাব পরিচয় বাস ডাকাতির সময়ে চিৎকার শুনে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতা অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা আন্তঃ জেলা ঢাকার দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে ৩টি অস্ত্র মামলা সহ বিভিন্ন অপরাধে ২৯ টি মামলা রয়েছে।

গত ৭ মে বুধবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার ( কেরানীগঞ্জ সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ৬ মে সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী নবকলি পরিবহনে এই ডাকাতি সংঘটিত হয়। ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের তুলসীখালী ব্রিজের মাথায় আসামাত্র ডাকাত দল একটি মাইক্রোবাস থেকে নেমে র‌্যাব

পরিচয়ে গাড়িটি থামান। তারা বাসে ওঠে বাসের যাত্রী সুমন সরকারের কাছে থাকা ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় সুমন সরকারের পাশে থাকা যাত্রি অনন্ত পাল ওরফে পার্থ তার কাছে থাকা ব্যাগ ভর্তি টাকা নিয়ে কৌশলে পালিয়ে যায়।