সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ৮ ঘন্টার ব্যবধানে ক্লুলেস এক হত্যা ঘটনার আসামী গ্রেফতার করেছে। সিরাজগঞ্জ থানাধীন নলিচাপাড়া সাকিনে জনৈক জামাল হাজীর ধানক্ষেতের পশ্চিম কোনে কলাগাছের নিচে উত্তর শিয়ারী অবস্থায় কলাপাতা দ্বারা ঢাকানো অবস্থায় একটি অজ্ঞাতনামা মহিলার লাশ গত ৭ ডিসেম্বর স্থানীয় লোকজন মারফৎ সংবাদ পেয়ে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। পুলিশ লাশ সনাক্তকরণের জন্য পিবিআই, সিরাজগঞ্জ টিমের সহযোগিতায় অজ্ঞাতনামা মহিলা ডিসিষ্ট মরিয়ম বেগম (৪৮), স্বামী-মৃত নুর ইসলাম, পিতা-জাবেদ আলী সেখ, সাং-খোকসাবাড়ী হাসপাতালের পাশে, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ বলে নাম-ঠিকানা সনাক্ত করেন। ডিসিষ্টের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের রহস্য উৎঘাটন এবং আসামী গ্রেফতারে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের নিবিড় তত্ত্বাবধানে এবং নির্দেশনায় সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ হাফিজুর রহমান এর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল জনাব মোঃ নাজরান রউফ এর নেতৃত্বে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ও ফোর্সদের সমন্বয়ে একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উৎঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামী মোঃ সোহেল রানা(৩৫), পিতা-মোঃ আসাদুল্লাহ্, সাং-গুনেরগাঁতী, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ সনাক্তপূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী নিজের সম্পৃক্ততাসহ ঘটনার বিষয়ে লোমহর্ষক বর্ণনা দেয় এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।