গ্রাম-গঞ্জ-শহর
জার্মান বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সংগঠনের নতুন নেতৃত্ব
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতি এবং বিশিষ্ট দন্ত চিকিৎসক ও সিটি ডেন্টাল কলেজের ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মামুন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

স্টাফ রিপোর্টার, গাজীপুর: জার্মান বিশ্ববিদ্যালয়গুলোর বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই সংগঠন Alumni Association of German Universities in Bangladesh (AAGUB)- এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫-২৬ সম্প্রতি সম্পন্ন হয়েছে।
নির্বাচনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতি এবং বিশিষ্ট দন্ত চিকিৎসক ও সিটি ডেন্টাল কলেজের ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মামুন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন— সহ-সভাপতি: ড. মো. আবুল হাশেম।,কোষাধ্যক্ষ: ড. মো. নাজমুল হক,যুগ্ম সম্পাদক: ড. এম. আবুল মঞ্জুর খান,শিক্ষা ও গবেষণা সম্পাদক: অধ্যাপক ড. মুহাম্মদ আলী হোসেন,সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক: মোহাম্মদ রাসেল কবির।
নির্বাচিত নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. এম. তোফাজ্জল ইসলাম, ড. বোরহান উদ্দিন, ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির, ড. মোহাম্মদ মাহির উদ্দিন, এ. এন. এম. জোবায়ের, ড. জামিলুর রহমান ও অধ্যাপক ড. হুমায়ুন কবির। এছাড়াও, এক্স-অফিসিও সদস্য হিসেবে আগের কার্যনির্বাহী কমিটির সভাপতি ড. আনোয়ার জাহিদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম. নাজমুস সাদাত নতুন কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।
উল্লেখ্য, AAGUB বাংলাদেশে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং জার্মান বিশ্ববিদ্যালয় থেকে পাস করা বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে পেশাগত ও গবেষণামূলক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে আসছে।