গ্রাম-গঞ্জ-শহর
সরিষাবাড়ীতে ইটভাটায় অভিযান জরিমানা ৫ লাখ টাকা
জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধভাবে গড়ে উঠা পৃথক তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি ভেকু দিয়ে নষ্ট করা হয়েছে কয়েক লাখ টাকার কাঁচা ইট।
Printed Edition
জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধভাবে গড়ে উঠা পৃথক তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি ভেকু দিয়ে নষ্ট করা হয়েছে কয়েক লাখ টাকার কাঁচা ইট। সোমবার (৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মহাদান ইউনিয়নের ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। এ ছাড়া ইট ভাটা গুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সুকুমার সাহা। এ সময় তাদের সাথে ছিলেন সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ।
অভিযানে সূবর্ণ ব্রিকসকে ১ লক্ষ, মেসার্স ঝুমুর ব্রিকসকে ২ লক্ষ, তানিম ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিজা রিছিল বলেন, ‘ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে তারা ইটভাটার বৈধ কোন কাজপত্র দেখাতে পারেনি। সেই সঙ্গে ইট তৈরিতে ব্যবহৃত মাটি সংগ্রহে জেলা প্রশাসকের কোনো অনুমিত নেওয়া হয়নি। এমন নানা অনিয়মের দায়ে ৩টি ইটভাটাকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।’