DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি ॥ ভিসির কাছে নিরাপত্তার জন্য আবেদন

খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে হুমকি দিয়েছেন খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ। এ ঘটনায় ওই দুই প্রকৌশলী জীবনের নিরাপত্তা চেয়ে ভিসি বরাবর অভিযোগ করেছেন।

খুলনা ব্যুরো
Printed Edition

খুলনা ব্যুরো : খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে হুমকি দিয়েছেন খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ। এ ঘটনায় ওই দুই প্রকৌশলী জীবনের নিরাপত্তা চেয়ে ভিসি বরাবর অভিযোগ করেছেন। দুই প্রকৌশলী হলেন, কুয়েট প্রধান প্রকৌশলীর কর্যালয় নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত এবং মো. গোলাম কিবরিয়া।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ১৩ নং ভবনের ছাদের ওপর ওয়াটার প্রুফিং এর কাজে নিয়োজিত ঠিকাদার এবং খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হুমকি দেয়। নির্বাহী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া জানান, রোববার দুপুর তিনটার দিকে ওই বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদের ব্যবহৃত ফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরবর্তীতে তিনি গালিগালাজ করতে নিষেধ করলে বিএনপি’র ওই নেতা তাকে মরধরসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এরপর একই ব্যক্তি একই নম্বর থেকে নির্বাহী প্রকৌশলী আবু হায়াতকেও উপরোক্ত পরিচয়ে পরপর তিন বার ফোন করে একই কায়দায় গালিগালাজ এবং মারধরসহ করার হুমকি প্রদান করা হয়।