বোদা (পঞ্চগড়) সংবাদদাতাঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শহরে সংলগ্ন করতোয়া নদীতে প্রতিরাতে ফেলা হচ্ছে বাজারের মুরগির বর্জ্য ও অন্যান্য ময়লা-আবর্জনা। এতে নদীর পানি দূষিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। স্থানীয়দের অভিযোগ, কিছু অসচেতন দোকানি ও ব্যবসায়ী নিয়মিতভাবে নদীর পাড়ে বা সরাসরি পানিতে এই বর্জ্য ফেলে যাচ্ছে। এতে করে নদী হারাচ্ছে তার স্বাভাবিক রূপ, আর আশেপাশে বসবাসকারী মানুষ পড়ছে নানা সমস্যায়। স্থানীয় জেলেরা জানান, আগে এই নদীর মাছ ছিল অত্যন্ত সুস্বাদু। কিন্তু এখন মাছের স্বাদ ও পরিমাণ-দুটিই কমে গেছে। অনেকে বলছেন, মাছের শরীরে এখন দুর্গন্ধও পাওয়া যাচ্ছে। স্থানীয়রা বলছেন, রাতের আঁধারে করতোয়া সেতুর ওপর থেকে এই মুরগির ময়লাগুলো ফেলা হয়। নদীটি দূষণমুক্ত না করলে ভবিষ্যতে করতোয়ায় মাছ পাওয়াও কঠিন হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি- দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে করতোয়া নদীও হয়ে উঠবে আরেকটি ‘ময়লার ভাগাড়। নদী বাঁচলে, প্রকৃতি বাঁচবে। নদী দূষণ বন্ধ হোক এখনই। এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, বাজারের ব্যবসায়ীরা কেন নদীতে ময়লা ফেলবেন? তাদের জন্য ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে। তা সত্ত্বেও কেন নদীতে ময়লা ফেলা হচ্ছে-এ বিষয়টি বাজার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সঠিক ব্যবস্থার মাধ্যমে সমাধান করা হবে।