নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গাজীপুরের কাপাসিয়ায় মঞ্চস্থ হলো নাটক ‘আপন দুলালথ। স্থানীয় প্রশাসনের দৃঢ় অবস্থান, সাংস্কৃতিক কর্মীদের অবিচল প্রচেষ্টা এবং রাজনৈতিক পক্ষগুলোর সমন্বয়ের ফলেই শনিবার সকালে রানীগঞ্জ উদয়ন কিন্ডারগার্টেন মাঠে সফলভাবে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটক মঞ্চস্থের সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানা পুলিশ, স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অগণিত নাট্যপ্রেমী দর্শক। উচ্ছ্বাস আর স্বস্তির ছায়া ছিল সবার চোখেমুখে।
এর আগে শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় স্থানীয় প্রভাবশালীরা নাটকটি বন্ধ করে দিয়েছেন এবং ধর্মীয় বিরোধিতা রয়েছে এমন আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম নেয়।
তবে এই অভিযোগ নাকচ করে দেয় পুলিশ সদর দপ্তর এবং অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। উভয় পক্ষই স্পষ্ট ভাষায় বলেন, নাটক মঞ্চায়নের প্রশ্নে কোনো ধর্মীয় বাধা ছিল না, বরং এটি ছিল স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল।
উপদেষ্টা ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “কাল থেকে অনেক লেখালেখি হলো এক রিপোর্ট ঘিরে। বলা হলো, আজীবন নাটক নিষিদ্ধ থাকবে। অথচ আয়োজকরাই বলছেন, সে রকম কোনো স্টেজই বানানো হয়নি। স্থানীয় সিনিয়র ও জুনিয়র নেতাদের মধ্যে মতবিরোধের জেরেই এই বিভ্রান্তি। ধর্মীয় নেতাদের নাম টেনে বিভ্রান্তিকর খবর ছড়ানো হয়েছে, যা দুঃখজনক।
তিনি আরও বলেন, “সাংবাদিকদের প্রতি অনুরোধ সেনসেশন তৈরি করতে গিয়ে যাচাই-বাছাইহীন রিপোর্ট যেন না করা হয়। দেশের সাংস্কৃতিক পরিমণ্ডল ও মিডিয়ার বিশ্বাসযোগ্যতার জন্য এটি জরুরি। নাটকটি মঞ্চস্থ হওয়ার পর দর্শকদের পাশাপাশি প্রশাসন এবং রাজনৈতিক প্রতিনিধিরাও সন্তোষ প্রকাশ করেন। অনেকেই এটিকে একটি দায়িত্বশীল সমঝোতার উদাহরণ বলে অভিহিত করেন।
পুলিশ সদর দপ্তরের বক্তব্য : গত শুক্রবার তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পুলিশ জানায়, নাটক বন্ধের সিদ্ধান্ত ছিল রাজনৈতিক দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের অভ্যন্তরীণ বিরোধের কারণে নাটকটি সাময়িকভাবে স্থগিত হয়।
পোস্টে বলা হয়, “ধর্মীয় ইস্যু বলে কোনো বিষয় এখানে নেই। ইমাম বা মুসল্লিদের নাম ব্যবহার করে সংবাদ পরিবেশন করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যা সত্যনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী।
অবশেষে, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সমন্বয়ে নাটক ‘আপন দুলালথ সফলভাবে মঞ্চস্থ হওয়ায় সংস্কৃতি অনুরাগী সমাজে স্বস্তি ফিরেছে। ঘটনার প্রেক্ষাপটে দেখা গেছে, দায়িত্বশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়েই যেকোনো সংকটের সমাধান সম্ভব।