সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্পাইন (মেরুদন্ড) সার্জন ডা. মো. দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পিএলআইডি- মেরুদন্ড অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ঐতিহাসিক সাফল্যের জন্য অর্থোপেডিক বিভাগের পক্ষ থেকে ডা: দেলোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সম্প্রতি অর্থোপেডিক্স বিভাগ আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে এই সাফল্য উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুর নাহার মনি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট ডা. খাইরুল আনাম, জুনিয়র কনসালটেন্ট মো. রাজিব মাহমুদ এবং জুনিয়র কনসালটেন্ট কামাল আহমেদ।
রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মো. আলামিন শেখ চিকিৎসা শেষে জানান, আল্লাহর রহমতে আমি সুস্থ হয়েছি। ডা. দেলোয়ার স্যার খুব যতœ নিয়ে আমার চিকিৎসা করেছেন। তার আন্তরিকতা আমাকে সাহস জুগিয়েছে। অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস-অর্থোপেডিক্স ফেলোশিপ ইন আরআই এসপি (রাশিয়া), ফেলোশিপ ইন স্পাইন (BSOH) সিনিয়র কনসালটেন্ট ডা. মো. দেলোয়ার হোসেন বলেন, আমি সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চিকিৎসার মান উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় আমার অর্জিত অভিজ্ঞতা উৎসর্গ করছি।
তিনি আরও জানান, পিএলআইডি অপারেশনের মাধ্যমে সিরাজগঞ্জে চিকিৎসা সেবায় নতুন এক দিগন্তের সূচনা হলো। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হাসপাতালের উন্নয়নে আরও সহযোগিতা কামনা করেন।