বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, উন্নয়ন অগ্রগতি ও সুশাসনের জন্য সৎ নেতৃত্বের বিকল্প নেই। অথচ সমাজের মানুষ লোভ, ভয় ও স্বার্থের কারণে সম্পৃক্ততার নির্বাচনের যোগ্যতা দিন দিন হারিয়ে ফেলছে। তিনি বলেন, দেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলিম হলেও কুরআনের শাসন কায়েম হয়নি। যদি শাসকদের ভিতর আল্লাহর ভয় থাকতো, তবে এত অন্যায়, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি হতো না। কুরআনের আইন প্রতিষ্ঠা করতে ইসলামপন্থীদের সংসদে পাঠাতে হবে। তিনি বলেন, আল্লাহর রাসূল (সা.) যেমন মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন, কুরআন ও সুন্নাহর ভিত্তিতে তেমন একটি কল্যাণ রাষ্ট্র গড়তে হলে আমাদেরও ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, বর্তমান তরুণ প্রজন্ম মেধাভিত্তিক, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব চায়। জামায়াতে ইসলামী সেই কাক্সিক্ষত নেতৃত্ব দিতে সক্ষম। তাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে এগিয়ে আসুন। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা-৫ আসনের রঘুনাথপুর ইউনিয়নের দেড়–লী কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহযোগী নারী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
রঘুনাথপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আনিসুর রহমান ফারাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি আসাদুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন খুলনা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমান, উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা. হরিদাস মন্ডল, সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, উপজেলা সেক্রেটারি মাস্টার আব্দুর রশীদ বিশ্বাস, উপজেলা কর্মপরিষদ সদস্য আমানুল্লাহ হালদার, মাওলানা ফয়েজ উদ্দিন প্রমুখ।
বিকেল ৩টায় আটলিয়া ইউনিয়নের গোবিন্দকাটি ওয়ার্ডে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন মিয়া গোলাম পরওয়ার। এ সময় খুলনা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, আটলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মতিউর রহমান, সেক্রেটারি হাফেজ মঈন উদদীন, মাওলানা বাহারুল ইসলাম, ইসলামী আন্দোলন নেতা মাওলানা আব্দুল্লাহ ও এনায়েত আলী, মাওলানা আব্দুল জলিল, আল-আমীন সোহাগ, মাহমুদুল হাসান তানভীর, ইমরান হুসাইন, খাইরুল ইসলাম, রবিউল ইসলাম বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় ধামালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড নারী সহযোগী সদস্য সম্মেলন ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল খালেক হালদারের সভাপতিত্বে ও সেক্রেটারি কামরুল ইসলাম হালদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এতে খুলনা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমান, উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা. হরিদাস মন্ডল, সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, উপজেলা সেক্রেটারি মাস্টার আব্দুর রশীদ বিশ্বাস, উপজেলা কর্মপরিষদ সদস্য আমানুল্লাহ হালদার, মাওলানা ফয়েজ উদ্দিন, ধামালিয়া ইউনিয়ন আমীর মোস্তাক আহমেদ চৌধুরী, রঘুনাথপুর ইউনিয়ন আমীর শেখ বিল্লাহ হোসেন, রুদাঘরা ইউনিয়ন আমীর মোস্তফা কামাল, উপজেলা হিন্দু কমিটির সহকারী সেক্রেটারি বুদ্ধদেব মন্ডল, মাওলানা মুজিবুর রহমান মোড়ল, মাহমুদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া বেলা
১১টায় ধামালিয়া ইউনিয়নের ২ ওয়ার্ড মান্দ্রায় পুরুষ ও নারী সহযোগী সদস্য সম্মেলন ওয়ার্ড সভাপতি হাফেজ ফরহাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল গফফারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় ময়নাপুর হিন্দু সমর্থক সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় ৭নং ওয়ার্ডে নাজমুল হুসাইন ও সেক্রেটারি মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় নারী সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন মিয়া গোলাম পরওয়ার।
সেক্রেটারি জেনারেল বলেন, দেশের চলমান সংকট উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি বলেন, রাজনৈতিক মত-পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠনে অনেক বাধা আসতে পারে। এসময় অনেক পরাশক্তি ও এজেন্সি নানা ষড়যন্ত্র করবে। তবে জাতীয় নির্বাচনের দিকে যে অভিযাত্রা শুরু হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা এগিয়ে নিতে হবে। জুলাইয়ের চেতনা ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।