স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংস্থা নীডি ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আজ কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের দৌলতপুর ছমদ পাড়ায় একটি নবনির্মিত অজুখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার স্থানীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ অজুখানার উদ্বোধন মাধ্যমে মসজিদ কমিটির নিকট হস্তান্তর করা হয়।
আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে বড় উঠান ইউনিয়নে নীডি ফাউন্ডেশন কর্তৃক স্থাপিত তিনটি ওজুখানা সম্পূর্ণরূপে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীডি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মো. আলম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক হাফেজ মো. ইসহাক মেম্বার, পেশাজীবি সংগঠন এফডিইবির কেন্দ্রীয় প্রচার সম্পাদক কর্ণফুলী উপজেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইয়াছিন, এবং মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা জাকারিয়া, স্থানীয় জামায়াত প্রতিনিধি মোহাম্মদ কায়েস, মোহাম্মদ ইব্রাহীম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নীডি ফাউন্ডেশের পক্ষ হতে বলা হয় আমরা সবসময় সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন ফাউন্ডেশন সংশ্লিষ্টরা।