বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগে সংস্কার তারপর নির্বাচন। সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে আরেকটি সঙ্কট তৈরি হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে মেনে নেয়া হবে না।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর গনকপাড়া মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এদেশের মাটিতে দ্বীন প্রতিষ্ঠার জন্যই জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে। দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এতে সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। রাজশাহী মহানগরী সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর এ্যডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, শিল্প ও বাণিজ্য সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজশাহী-৩ আসনের এম.পি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, ছাত্রশিবির রাজশাহী মহানগরীর সভাপতি শামিম উদ্দিন, রাবি শিবির সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ প্রমুখ।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এদেশের ৫৪ বছরের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস, অন্যায় জুলুমের ইতিহাস। এদেশের মানুষ আর জুলুমবাজ কোনো সরকার দেখতে চায় না, আর কোনো ডামি নির্বাচনও দেখতে চায় না। স্বৈরাচারী হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে কলঙ্কিত করেছে। তিনি আরো বলেন, ফিলিস্তিনে অন্যায়ভাবে হত্যা বন্ধ করে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। ইসরাইলকে প্রতিরোধ করতে ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রয়োজনে ইহুদিদের পণ্য বর্জন করতে হবে। সভাপতির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে আগামীতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, সৎ মানুষের শাসন নিশ্চিত করতে হবে। এদেশের মানুষ শান্তি চায় এদেশের মানুষ মুক্তি চায়, আর কোনো স্বৈরশাসন এদেশের মানুষ দেখতে চায় না।