চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল, অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘির পূর্বপাড় সংলগ্ন চিপবাড়ী সড়কের মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনÑসাতকানিয়ার বাহাদিরপাড়া এলাকার ছিদ্দিক আহমদের দুই ছেলে হুমায়ুন (৩৭) ও মামুন (৩২) এবং তাদের মামা করাইয়ানগর আকবরপাড়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)। মনির হোসেন ছিলেন তিন সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত তিনজন একটি মোটরসাইকেলে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে কক্সবাজারগামী একটি মহিষবোঝাই ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়, ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং যান চলাচল স্বাভাবিক করতে সহযোগিতা করি।”

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ফেনী সংবাদদাতা: ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে দ্রুতগতির বাসের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তামিম ডিজিটাল স্কেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা উজালীয়া কাজী বাড়ির শাহ আলমের দুই ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে একটি পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় নোয়াখালীগামী একটি দ্রুতগতির বাস পেছন থেকে এসে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির পাশে থাকা দুই ভাই মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় একরামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে এবং আহত আরেকজনকে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্তের চেষ্টা চলছে।