চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে সহপাঠীদের হাতে খুন হওয়া ১২ বছর বয়সী ক্ষুদে ক্রিকেটার মো. রাহাত খানের শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান শাহজাহান চৌধুরী।

শুক্রবার নগরীর বহদ্দারহাটের পূর্ব ফরিদার পাড়া তালতলা এলাকায় উপস্থিত হয়ে মো. রাহাত খানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। সেখানে রাহাতের বাবা লিয়াকত আলী ও মা রোজী আক্তারের সাথে কথা বলেন শাহজাহান চৌধুরী। এছাড়াও রাহাতের রুহের মাগফেরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন এবং পরিবারের সদস্যদেরকে ধৈর্য্যধারণের আহ্বান জানান। এ সময় শাহজাহান চৌধুরী রাহাত খানের খুনীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং রাহাতের পবিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শাহজাহান চৌধুরীর সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম-৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছের, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার, নায়েবে আমীর আবদুল হান্নান, চান্দগাঁও থানা সহকারী সেক্রেটারি মো. ওমর গনি, চকবাজার ওয়ার্ড সভাপতি ও সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ, থানা অফিস সেক্রেটারি আব্দুল কাদের পাটোয়ারী, বহদ্দারহাট ওয়ার্ড সহ-সভাপতি জাফর ইকবাল জনি, চান্দগাঁও আবাসিক ওয়ার্ড সেক্রেটারি জাকির উল্লাহ, যুব ওয়ার্ড সেক্রেটারি আতিকুর রহমান, জামায়াত নেতা মো. মহিউদ্দিন পারভেজ, মাওলানা মুহাম্মদ ইসহাক, মাওলানা আব্দুল খালেক, মো. রাশেদ প্রমুখ।

রাহাত খান নগরীর চান্দগাঁও থানাধীন সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলের সদস্য ছিল। আগামী মৌসুমে অনূর্ধ্ব-১৪ তে খেলার জন্য তাকে বাছাই করা হয়েছিল।

বির্জাখাল খনন : চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর নিজস্ব অর্থায়নে খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানকৃত নগরীর বাকলিয়াস্থ বির্জাখালের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী। শুক্রবার জুমার আগে এই পরিদর্শনে যান তিনি। এ সময় শাহজাহান চৌধুরী কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলকে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, চকবাজার থানা সেক্রেটারি সা’দুর রশিদ চৌধুরী।