ইসরাইলের বর্বর ও নৃশংস হামলার প্রতিবাদে ল ইয়ার্স কাউন্সিল গাজীপুর জেলা শাখার উদ্যোগে বুধবার সকালে গাজীপুর আদালত প্রাঙ্গণে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাউন্সিলের গাজীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শামসুল হক ভূইয়ার নেতৃত্বে আয়োজিত এ মিছিলে অংশ নেন কাউন্সিলের সহকারী সেক্রেটারি শাহীন মিয়া, অ্যাডভোকেট লুৎফর রহমান, অ্যাডভোকেট আশরাফুল, অ্যাডভোকেট আব্দুর রহমান, ও সাইফুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা।

সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলের বর্বরোচিত হামলা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের জঘন্য উদাহরণ। অবিলম্বে এই আগ্রাসন বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে নিরবতা ভেঙে জোরালো ভূমিকা রাখতে হবে।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেন এবং গণআন্দোলনের মাধ্যমে বিশ্ববিবেক জাগ্রত করার আহ্বান জানান।