ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৩৬ জুলাই ২০২৪, শহীদ পরিবারকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা কার্যালয়ে আমীরে জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থের মাধ্যমে এই ঈদ উপহার প্রদান করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় এবং জেলা আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে শহীদ পরিবারকে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়তে ইসলামী ভোলা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফজলুল করিম, ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাঈম, ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোস্তফা কামাল।

উপহার গ্রহণ কালে শহীদ পরিবারের সদস্যগণ বলেন, আমরা আমাদের সন্তান স্বামী বাবা ভাইকে হারিয়ে শুধু একটি আশাই অপেক্ষা করছি এই বাংলাদেশটা বৈষম্যহীন এক বাংলাদেশে পরিণত হবে। এর বিকল্প কিছুই আশা করি না। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদেরকে যে সম্মান এবং শ্রদ্ধা দেখিয়ে আসছেন তাতে আমরা চির কৃতজ্ঞ। বাংলাদেশ জামাতে ইসলামীর মাধ্যমে বাংলাদেশটা বৈষম্যহীন কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হোক এই আশা করছি।

৩৬ জুলাই ভোলার ৪৬ শহীদ পরিবারের উপস্থিত ৩৩ পরিবারকে ১০ হাজার টাকা করে ৩৩০০০০ টাকার ঈদ উপহার প্রদান করা হয়। ইতিপূর্বে ৪৬ শহীদ পরিবাররকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ দুই লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়।