ফেনী সংবাদদাতা : ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার শীলের অপসারণ দাবিতে প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল, মিটিং অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ছাত্রছাত্রীরা অধ্যক্ষের নিকট উক্ত শিক্ষককে অপসারণের দাবি সম্বলিত দরখাস্ত দিয়ে আল্টিমেটাম দিয়েছে। কলেজে চলছে একটি বিশৃঙ্খল অবস্থা।
গত কয়েকদিন আগে প্রাণীবিদ্যা বিভাগের প্রধান উক্ত বিপ্লব কুমার দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাতিমা আইমনকে হিজাব নিয়ে কটাক্ষ করেন এবং অশ্লীল ইঙ্গিত দিয়ে কথা বলেন। ক্ষুব্ধ ফাতিমা এব্যাপারে তার ফেসবুকে পুরো কথোপকথন উল্লেখ করে একটি পোষ্ট দেন। তারপরই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। উক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও আরো বহু অনিয়ম, দুর্নীতি ও নারী ঘটিত কেলেংকারির অভিযোগ রয়েছে। এব্যাপারে দ্রুত তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন অভিভাবক মহল।