সাতক্ষীরা জেলার স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান জেলা শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলার শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সাতক্ষীরা সিভিল সার্জন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় ২০২৫ সালের স্বাস্থ্যসেবায় সামগ্রিক সফলতার স্বীকৃতি হিসেবে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম শ্রেষ্ঠত্ব অর্জনকারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং প্রতিষ্ঠানকে এই সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. আরিফ বিল্লাহ, পরিসংখ্যানবিদ অপর্ণা কর্মকার, এমটিইপিআই শেখ মেফতাউল হকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান বলেন, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনস্থ সকল পর্যায়ের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট সেবাদানকারীদের আন্তরিক প্রচেষ্টা এবং সেবাগ্রহীতাদের সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। তিনি ভবিষ্যতেও স্বাস্থ্যসেবার মান আরও উন্নত ও টেকসই রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে দুর্গম উপকূলীয় এলাকায় মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, জরুরি চিকিৎসাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জেলার শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে শ্যামনগরের স্বাস্থ্যসেবায় এই সাফল্য নতুন অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।