নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে রায়পুরা সরকারি কলেজ কেন্দ্রের বাউন্ডারি ওয়াল টপকিয়ে কেন্দ্রে প্রবেশ করে মুঠোফোনে প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে ওবায়দুল্লাহ (১৯) নামে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে ফখরুল আলম আরমান উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ইসরাত জাহান নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই ছাত্রী আদিয়াবাদ সরকারি উচ্চবিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের মাজিস্ট্রেট ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

তিনি বলেন, গণিত পরীক্ষা চলাকালীন সময়ে রায়পুরা সরকারি কলেজের বাউন্ডারি ওয়াল টপকিয়ে এক যুবক কেন্দ্রে প্রবেশ করে প্রশ্ন পত্রের ছবি তুলে তা বাহিরে প্রকাশ করতে যাচ্ছিল। এসময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদ- ও ৫০০ টাকা অর্থদ- দেওয়া হয়। ওই যুবকের মুঠোফোন জব্দ করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে। একই দিন ফখরুল আলম আরমান উচ্চবিদ্যালয়ে নকল করার অপরাধে এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের অভিযান সবসময় চলমান থাকবে।