কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাত : কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত পদার্থ বিজ্ঞানের অধ্যাপক নূরুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। গত শনিবার সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল রোববার সকাল ১০টায় কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা ময়দানে তার জানাযা অনুষ্ঠিত হয়।
এ সময় তার জানাজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১ (তালা -কলারোয়া) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি, কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম ও পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু সহ জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দ।
এদিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতের নমিনী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান।