কয়রা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলার সদর ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী পক্ষ উপলক্ষে কয়রা সদরের দেউলিয়া বাজারে গণসংযোগ করা হয়েছে। ১৯ এপ্রিল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা সদর ইউনিয়ন আমীর মিজানুর রহমানের সভাপতিত্বে দাওয়াতী পক্ষ ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত আগামী নির্বাচনের এম পি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

এসময় মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের মানুষ এখন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে। গণ মানুষের সেই আকাংখা পূরণের জন্য জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।