সলঙ্গা (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় নিবিড় পর্যবেক্ষণ করে জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) এর নেতৃত্বে জনাব সাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন, পিপিএম-এর তত্বাবধানে ডিবির এসআই(নিঃ)/ মোঃ নাজমুল হক, বিপিএম, এএসআই(নিঃ)/ মোঃ আব্দুল জলিল প্রামানিক, এএসআই(নিঃ)/মোঃ আরিফুর রহমান, এএসআই(নিঃ)/ মোঃ জাহাঙ্গীর আলম’সহ একটি চৌকস টিম গঠন করেন। চৌকস টিমটি তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের সলংগার অটো মিশুক গাড়ির চালক আমিরুল ইসলামের হত্যার ঘটনার সহিত জড়িত আসামীদের সনাক্তপূর্বক আসামী ১। মোঃ সাহেব আলী প্রামানিক (২৫), পিতা-মৃত সোহরাব আলী, সাং-চক নিহাল, থানা-সলঙ্গা ও ২। মোঃ আব্দুল আজিম প্রাং (৩১), পিতা-মৃত আব্দুল বাহের, সাং-ওয়াসিন, থানা-তাড়াশ, উভয় জেলা-সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার করে তাদের দেখানো ও সনাক্ত মতে তাদের নিজ নিজ হাতে বের করে দেয়া মোতাবেক ডিসিষ্ট আমিরুলের নিকট হতে লুন্ঠিত অটোভ্যানের (ক) ০১টি অটোর হ্যান্ডেল, (খ) সামনের চাকার স্বকাপ ০২টি, (গ), মিটার ০১টি, (ঘ) নষ্ট হেডলাইট ০১টি, (ঙ) ৪০০-১২ সাইজের গাজী টায়ার রিংসহ ০৩টি চাকা, (চ) লোহার তৈরি অটোগাড়ীর বডি ০১টি উদ্ধার করতঃ ০৫/১১/২০২৫ খ্রিঃ সময় ০১.৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। জড়িত আসামী ৩। মোঃ মনিরুজ্জামান সরকার (৪৪), পিতা-মৃত শাহজাহান আলী, সাং-চক নিহাল, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ গ্রেফতারপূর্বক তার দেখানো, সনাক্ত ও নিজ হাতে বের করে দেয়া মতে ভিকটিমের লুন্ঠিত অটোভ্যানের ০৪টি ব্যাটারী ঔওঘউওঘএ চঙডঊজ চখটঝ কোম্পানীর ৬-ঊঠ-১২ঠ ব্যাটারী ০৩টি এবং ঐ-চঙডঊজ চখটঝ কোম্পানীর ৬-উএঅ-৩০০-১২ঠ ব্যাটারী ০১টি উদ্ধার করে ০৫/১১/২০২৫ খ্রিঃ সময় ০৯.৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীগণ নিজেদের সম্পৃক্ততাসহ ঘটনার বিষয়ে লোমহর্ষক বর্ণনা দেয় এবং গ্রেফতারকৃত ০৩জন আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।