বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, দেশ এবং জাতির স্বার্থে আগামী নির্বাচনে সকল শান্তিকামী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাওলানা আব্দুল হালিম বলেন, জুলাই অভ্যুথানের শহীদদের রক্তের স্বার্থেই পিআর পদ্ধতিতে নির্বাচন এবং বিচার ও সংস্কার হতে হবে।
তিনি গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে আয়োজিত জেলা কর্মপরিষদ এবং উপজেলা আমীর ও সেক্রেটারি ও দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রংপুর জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক , সহকারী জেলা সেক্রেটারি মোস্তাক আহমেদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোত্তালেব হোসাইন, অধ্যাপক আব্দুল গনি, মাওলানা নুরুর আমীন, মাওলানা আব্দুল হান্নান, হামিদুর রহমান, বেলাল আবেদীন প্রমুখ।
মাওলানা আব্দুল হালিম বলেন, আগামী নির্বাচনে সকল শ্রেণী পেশা সহ ইসলামী শক্তির ভোট ঐক্যবদ্ধভাবে একই বাক্সে হবে ইনশায়াল্লাহ। পলাতক পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের র্স্বাথে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।