বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এ সোমবার, ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন করা হয়েছে উৎসবমুখর পরিবেশে।

সকাল ৮টায় ব্রি কো-অপারেটিভ মার্কেটের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ব্রির প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। শোভাযাত্রার নেতৃত্ব দেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

শোভাযাত্রা শেষে তিনি উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং বলেন, “এই আয়োজন আমাদের জাতিসত্তা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। আমাদের মানসিক বিকাশেও এধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শোভাযাত্রায় ব্রির বিভাগীয় ও শাখা প্রধানগণ, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, বি আর আর আই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দিবসটি ঘিরে ব্রি স্কুল মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্রি পরিবারের সদস্যরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়ে নববর্ষকে প্রাণবন্ত করে তোলেন।