গাজীপুরে অবস্থানরত কাপাসিয়াবাসীদের উদ্যোগে “প্রীতি সম্মেলন ও কাপাসিয়ার উন্নয়ন ভাবনা” শীর্ষক এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর)সকালে জয়দেবপুর পিটিআই হলরুমে আয়োজিত এ সভায় বিপুলসংখ্যক কাপাসিয়াবাসী পরিবারসহ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাঃ রুহুল আমিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মু. সালাহউদ্দিন আইউবী। সভাপতিত্ব করেন কাপাসিয়া ফ্রেন্ডস ফোরামের সভাপতি মোঃ জামাল উদ্দিন মোড়ল। অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রেন্ডস ফোরামের সেক্রেটারি মোঃ ছাদেকুজ্জামান খান ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ নাঈম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, ইসলামী ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তোফাজ্জল হোসেন, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম মোল্লা, কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির মোঃ ফরহাদ হোসেন মোল্লা, ইসলামী আন্দোলন কাপাসিয়া উপজেলার সভাপতি মাওলানা মোঃ কাজিম উদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ফখরুদ্দিন আকবরী, আবু নাঈম মোল্লা, ডক্টর আফজাল হোসেন, মোঃ গোলাম আযম, মোঃ আজিজুর রহমান ইমরান, কাজী মোঃ মহিউদ্দিন, ইয়াসমিন সুলতানা, মাওলানা নাজমুল হাসান কবির, মোঃ নজরুল ইসলাম আজহার, মোঃ মনির হোসেন খন্দকার, মোঃ মনির হোসেন, মোঃ আল-আমিন মোল্লা, মোঃ শরিফুল ইসলাম এনামুল, মোঃ কামাল হোসেন, মোঃ আব্দুল খালেক, মোঃ আকতার হোসেন, মোঃ নাজির আহমদ সরকার এবং মোঃ শাহনূর হোসেন।
প্রধান আলোচক মু. সালাহউদ্দিন আইউবী তার বক্তব্যে বলেন, কাপাসিয়ার ঐতিহ্য, সম্ভাবনা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে হবে, জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং একটি সুশাসিত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে হলে পি আর পদ্ধতিতে নির্বাচন অপরিহার্য। তিনি বলেন, “কাপাসিয়াকে সন্ত্রাস, মাদক ও দখলদারিত্ব থেকে মুক্ত করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্পায়ন ও কৃষিভিত্তিক উন্নয়নকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সত্য ও ন্যায়ের বিজয় নিশ্চিত করতে হবে।”
বক্তারা আরও বলেন, কাপাসিয়া একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় জনপদ। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে কাপাসিয়াকে আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে। প্রবাসী কাপাসিয়াবাসীরা ঐক্যবদ্ধ থেকে উন্নয়ন ভাবনায় সম্পৃক্ত হলে আগামী প্রজন্মকে একটি সমৃদ্ধ কাপাসিয়া উপহার দেওয়া সম্ভব হবে।
সভায় পারিবারিক বন্ধনকে দৃঢ় করা, নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে পরিচয় করানো এবং কাপাসিয়ার সামগ্রিক উন্নয়ন ভাবনায় প্রবাসী কাপাসিয়াবাসীদের সম্পৃক্ত করার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।