শ্যামপুর (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরা দেবহাটার উপজেলার খলিশাখালীর নেড়ারচকে ১৩২০ বিঘা খাসজমি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে দায়ের করা মামলার রিটের রায় দ্রুত বাস্তবায়ন করে ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ এবং জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

গত সোমবার সকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে জেলা ভূমিহীন সমিতির আয়োজনে জেলা ভূমিহীন সংগঠনের সভাপতি কওছার আলীর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজকোটের আইনজীবী এডভোকেট আকবর আলী, এডভোকেট হাসিব, জাসদের জেলা সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি সেলিম হোসেন, ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, দেবহাটা ভূমিহীন জনপদ আন্দোলন কমিটির কার্যকারী সভাপতি গাজী আব্দুল হালিম ভূমিহীন সমিতির নেতা হাফিজুর রহমান, জিএম রেজাউল করিম রেজা, আব্দুল্লাহ বিশ্বাস, রিয়াজুল ইসলাম, নাজমা আক্তার নদী, আশিক ইকবাল বাপ্পী প্রমুখ।

স্মারক লিপিতে উল্লেখ্য বলা হয়েছে সাতক্ষীরা দেবহাটা উপজেলার খলিশাখালীর নোড়ারচকে ১৩২০ খাস জমি সংক্রান্ত বিষয়ে একটি প্রতিপক্ষ ভুয়া কাগজপত্র দেখিয়ে জমি দাবি করে হাইকোর্টের মামলা করে। উক্ত মামলায় একই এলাকার ইচাদ আলীর ছেলে আনারুল ইসলাম ১৫০০/২২ রিট করে। ওই মামলার রিটের পক্ষে রায় হয়। উক্ত রিটের রায় বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় থেকে ১১/২০১৭ তারিখে স্মারক ৩১.০০.০০০০.০৪২.৬৮.০১৪.১৬-৫৩৬ নম্বর বিভাগীয় কমিশনার বরাবর নির্দেশনা প্রদান করেন। বিভাগীয় কমিশনার নির্দেশনা পেয়ে তিনি ২/২০১৭ তারিখে স্মারক সাতক্ষীরা জেলা প্রশাসকের বরাবর নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক পেয়ে তিনি দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী ভূমি কমিশনারকে নির্দেশনা প্রদান করেন।

বক্তারা আরো বলেন, খাস জমি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের মামলার রিটের রায় দ্রুত বাস্তবায়ন, ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত না হলে ও নামধারী সন্ত্রাসী ব্যক্তিদের সন্ত্রাসী নানা কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী কর্মসূচিতে কঠোর আন্দোলন ও সড়ক অবরোধ করার হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের শেষে খাস জমি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের মামলার রিটের রায় দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে ভূমিহীনরা বিক্ষোভ মিছিল নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কাছে দেবহাটা ভূমিহীন নেতা আনারুল ইসলামের পক্ষে জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ স্মারক লিপি প্রদান করেন।