গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধায় স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন উপদেষ্টা সজিব ভুঁইয়া। গাইবান্ধা পৌর শহরের সবুজপাড়ায় নির্মিতি নগর স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে এ স্বাস্থ্যকেন্দ্রটি উদ্বোধন করেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুবক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন তিনি। এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুনবী টিটুলসহ অনেকে।
পাঠ্যক্রম উন্নয়ন
স্টাফ রিপোর্টার, গাজীপুর: শিক্ষার গুণগত মান ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) “প্রয়োজনভিত্তিক মূল্যায়নের ওপর ভিত্তি করে আউটকাম ভিত্তিক শিক্ষা (ঙইঊ) পাঠ্যক্রম উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত এ কর্মশালায় মূল আলোচনায় উঠে আসে, শিক্ষার্থীরা কী শিখছে এবং সেই জ্ঞান বাস্তব জীবনে কতটা কার্যকর হচ্ছে, সেটিই ঙইঊ পদ্ধতির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
মতবিনিময়
মনোহরগঞ্জ (কুমিল্লা) : মনোহরগঞ্জ থানার উদ্যোগে ওপেন হাউসডে এবং আসন্ন শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার থানা চত্বরে অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারী। এসময় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, সাংবাদিক আবুল খায়ের, জামায়াতের যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আবদুস সালাম, হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা সহিদ উল্লাহ প্রমুখ।
হুইল চেয়ার বিতরণ
রাজৈর (মাদারীপুর) : রাজৈরে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কুঠিবাড়িতে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নয়ন মনি বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত হুইল চেয়ার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার বাদশাহ ফয়সাল, উপজেলা কৃষি কর্মকর্তা শ্বাশত ছন্দা দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফয়জুল হক প্রমুখ।
এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১৮ জন শারীরিক প্রতিবন্ধীকে ১টি করে হুইল চেয়ার ও একজনকে ১টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়।
ঝাড়– মিছিল
নীলফামারী : নীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবিতে এলাকাবাসী ঝাড়– মিছিল করেছে।
গত ১৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে কাজীপাড়া থেকে শুরু হয়ে মিছিলটি হৃদয়ে স্বাধীনতা চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল, সাংবাদিক আবু ফাত্তাহ কামাল পাখি, সুশাসনের জন্য নাগরিক সুজন সভাপতি গোলাম কুদ্দুছ আইয়ুব,এলাকাবাসির পক্ষে সোহেল রানা, তুহিন ইসলামসহ আরও অনেকে।
ভ্যাক্সিন ক্যাম্পেইন
গাইবান্ধা : সাদুল্লাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
শিক্ষার্থীর মৃত্যু
জামালপুর : জামালপুর সরকারি আশেকে মাহমুদ কলেজের পুকুরে গোসল করতে নেমে রাহিম (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের দল নেতা আজহারুল ইসলাম। নিহত রাহিম জামালপুর আশেকে মাহমুদ কলেজের একাদশ শেণির মানবিক বিভাগের ছাত্র। তিনি সদর উপজেলার চেস্টা ইউনিয়নের আরাম নগর এলাকার রেজাউল করিমের ছেলে। রাহিম তার পরিবারের সঙ্গে জামালপুর পৌর সভার গোলাপবাগ এলাকায় ভাড়া থাকতেন।