গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (গাকৃবিশিস) ২০২৬ সালের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। এর মধ্য দিয়ে গাকৃবির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী শিক্ষক সভাপতি পদে নির্বাচিত হলেন।
গতকাল রোববার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. মোঃ শামীম হোসেন নোমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ও প্রফেসর ড. মোঃ মনজুরুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল, যুগ্ম সম্পাদক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন ও প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. শেখ শামীম হাসান এবং দফতর সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, গবেষণা সম্পাদক ও সদস্য পদে বিভিন্ন অনুষদের অভিজ্ঞ শিক্ষকরা নির্বাচিত হন।
নির্বাচন শেষে প্রতিক্রিয়ায় সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষক সমাজের অধিকার, মর্যাদা ও ঐক্য সুদৃঢ় করতে তিনি নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, শিক্ষক সমিতিকে আরও গতিশীল, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক সংগঠনে রূপ দিতে নবনির্বাচিত পরিষদ সম্মিলিতভাবে কাজ করবে।