বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, অনেক শাসন দেখেছি। এগুলো শাসন ছিল না, ছিল শোষণ। আমরা এখন সৎ শাসক চাই। কুরআনের শাসন চাই। তিনি বলেন, দ্বীনের পথে লড়তে চাই জীবনের শেষ শ্বাস পর্যন্ত। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তের চাঁদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। ইয়া মাবুদ তুমি বাংলাদেশে কুরআনের শাসন দাও। গতকাল মঙ্গলবার সকালে খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানের পথসভায় প্রধান অতিথির ভাষনে তিনি এ সব কথা বলেন।

দাকোপ উপজেলার ভারপ্রাপ্ত আমীর মাওলানা জি এম আখতারুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. অহিদুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এখানে আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম, সাতক্ষীরা জেলা আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু, খুলনা মহানগরী ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলন, খুলনা জেলা ছাত্রশিবির সভাপতি আবু জর গিফারী, খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, বাগেরহাট জেলা নায়েবে আমীর এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, এডভোকেট মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, খুলনা জেলা কর্ম ও শূরা সদস্য অধ্যাপক আব্দুর রব, খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, বটিয়াঘাটা উপজেলা আমীর মাওলানা শেখ মো. আবু ইউসুফ, চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, পাইকগাছা উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন, কয়রা উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সাইফুল্লাহ, রামপাল উপজেলা সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান, জামায়াত নেতা মাওলানা এমদাদুল হক, জাহিদুল ইসলাম, আল আমিন হোসেন, হাফেজ মিনারুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম, মো. আবু সাঈদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরন নবী, ছাত্রশিবির সভাপতি ইয়াসিন আরাফাত, সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ। এ ছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াতের জাতীয় সমাবেশে দুই বার অসুস্থ হয়ে পড়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেদিনই তো আমি চলেই গিয়েছিলাম। তিনি বলেন, দ্বীনের পথে লড়তে চাই জীবনের শেষ পর্যন্ত। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। বলতে চাই, ইয়া মাবুদ বাংলাদেশকে তুমি কুরআনের শাসন দাও।

আমীরে জামায়াত আরও বলেন, মাওলানা আবু সাঈদ ইসলামী আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন। চব্বিশের আন্দোলনে আমাদের সন্তান আরেক আবু সাঈদ শহীদ হয়েছেন। তোমার দ্বীন কায়েমের জন্য আর যতো আবু সাঈদকে প্রয়োজন তুমি কবুল করে নাও। তিনি বলেন, জালিম শাসকের আমলে আমাদের দুই দুইজন আমীরসহ সারা দেশে যারা শহীদ হয়েছেন সবাইকে তুমি কবুল করো।

তিনি বলেন, গতকাল সামরিক প্রশিক্ষণ বিমান বিধবস্ত হয়ে অনেক শিক্ষার্থী, শিক্ষক ইন্তিকাল করেছেন। ডাক্তাররা বলছেন আরও ৩০ জনের অবস্থা আশংকাজনক। যারা হাসপাতালে আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে তুলুন। তাদেরকে আপনজনের বুকে ফিরিয়ে দিন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আমীরে জামায়াত জাতীয় সমাবেশ মঞ্চে দুই বার অসুস্থ হয়ে পড়েছিলেন। চিকিৎসকরা তাকে পরিপূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। তবুও তিনি এই জনপদে ছুটে এসেছেন। আল্লাহ তাকে কবুল করে নিন। ইসলামের পথে যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে কবুল করে নিন। দাকোপের জনপদ আজ ধন্য হয়েছে আমীরে জামায়াতের উপস্থিতিতে। তিনি অত্যন্ত সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। এর আগে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সকাল ১০ টার দিকে খুলনা জেলার দাকোপ উপজেলার চালনার বি এম গ্যাস কোম্পানির হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখান থেকে দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শহীদ মাওলানা আবু সাঈদের বাড়িতে পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে তিনি চালনা সরকারি পৌর কবরস্থানে তার কবর জিয়ারত করেন। মাওলানা আবু সাঈদ এর কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে দুর্ঘটনায় আহত মাওলানা আনিসুর রহমান ও মো. কামাল হোসেনকে দেখতে যান এবং তাদের চিকিৎসার সার্বিক খোজ খবর নেন। এ সময় তিনি তাদের সুস্থতার জন্য দোয়া মোনাজাত করেন। দুপুরে বি এম গ্যাস কোম্পানির হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে আমীরে জামায়াত পাবনার ঈশ্বরদীতে শহীদ মোস্তাফিজুর রহমান কলম এর বাড়ির উদ্দেশে দাকোপ ত্যাগ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ-এ যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গার চৌরাস্তা মোড়ে শনিবার (১৯ জুলাই) রাত পৌণে ৩ টার দিকে রয়্যাল পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ (৫২) শাহাদাতবরণ করেন। এ সময় গুরুতর আহত হন জামায়াত কর্মী মাওলানা আনিসুর রহমান ও মো. কামাল হোসেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে চালনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।

বগুড়ায় যাত্রা বিরতি

বগুড়া অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান পাবনা থেকে রংপুর যাওয়ার পথে আজ মঙ্গলবার বিকেলে বগুড়ায় যাত্রা বিরতি করেছেন। ঢাকার মহাসমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত জামায়াত নেতার পরিবারের সাথে সাক্ষাত শেষে রংপুরের আরেক জামায়াত নেতার শোকার্ত পরিবারের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার পথে তিনি বগুড়ায় যাত্রা বিরতি করেন। বিকেল ৪টায় আমীরে জামায়াত ফাইভস্টার হোটেল মমইনের হেলিপ্যাডে অবতরণ করলে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক, বগুড়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী নেতা সেলিম রেজাসহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। আমীরে জামায়াত হেলিকপ্টর থেকে নেমে সেখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় শিশুরাও আমীরে জামায়াতকে ফুল দিয়ে বরণ করে নেয়। সেই সাথে টিএমএসএস এর নির্বাহী পরিচালন হোসনে আরা বেগমও আমীরে জামায়াতকে অভ্যর্থনা জানান। ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বগুড়া অঞ্চলের পরিচালক মো: সেলিম রেজা জানান, ‘প্রায় ৩০ মিনিট বিশ্রাম শেষে আমীরে জামায়াত রংপুরের উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করেন।’ বগুড়া-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ জানান, ‘হেলিকপ্টরের ফুয়েল শেষ হয়ে যাওয়ায় আমীরে জামায়াতকে বহনকারী হেলিকপ্টারটি মমইনের হেলিপ্যাডে অবতরণ করে। ফুয়েল নেওয়ার ফাঁকে তিনি কিছু সময় স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় আমীরে জামায়াত বগুড়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং জেলার সাংগঠনিক অবস্থার খোঁজ খবর নেন।’

পাবনার ঈশ্বরদিতে কলমের দোয়া মাহফিল

দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম চলবে অবিরাম।

-.ডা:শফিকুর রহমান

পাবনা থেকে রফিকুল আলম : দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম চলবে অবিরাম। মহান আল্লাহর উপর ভরসা করে আমাদের এগিয়ে যেতে হবে,এজন্য জনগণের সহযোগিতা ও সমর্থন একান্ত প্রয়োজন। কথাগুলো বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান । তিনি গতকাল মঙ্গলবার পাবনার ঈশ্বরদী উপজেলা আলহাজ টেক্সটাইল স্কুল মাঠে জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের হমসলরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

গত ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশে যোগদানের প্রাক্কালে ঈশ্বরদী থেকে গাড়ি বহরে অংশগ্রহণ করে চর মিরকামারীর জামায়াত কর্মী মো: মুস্তাফিজুর রহমান কলম। গাড়ি চন্দ্রামোড়ে পৌঁছালে মুস্তাফিজুর রহমান শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান গত ১৯ জুলাই মৃত্যুবরণকারী এ জামায়াত কর্মীর দোয়া অনুষ্ঠানে দুপুর ১.৫০মিনিটের দিকে ঈশ্বরদীতে আসেন। এর আগে জামায়াত নেতা একই দিনে সড়ক দুর্ঘটনায় নিহত খুলনার দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ এর দোয়া অনুষ্ঠান ও পারিবারিক খোঁজখবর নিয়ে খুলনা থেকে তিনি দুপুর ১টা ৫০ মিনিটে হেলিকপ্টার যোগে ঈশ্বরদী স্টেডিয়ামে অবতরণ করেন । এ সময় আমীরে জামায়াতকে ঈশ্বরদীতে অভিনন্দন জানান পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। পরে তিনি মোস্তাফিজুর রহমান কলমের কবর জিয়ারত করেন এবং বাসায় গিয়ে পারিবারিক খোঁজ খবর নেন এবং কলমের স্ত্রী পুত্র কন্যার সাথে মতবিনিময় করেন।

এ সময় তার সাথে সংগঠনের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমীর ও পাবনা-৪ ( ঈশ্বরদী -আটঘরিয়া ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, সংগঠনের বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহীম, অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও পাবনা-৫ ( সদর ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি ও পাবনা পৌরসভায় জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক আব্দুল গাফফার খান, জেলা কর্ম পরিষদ সদস্য ও পাবনা-৩ ( চাটমোহর -ভাঙ্গুড়া- ফরিদপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আলী আছগার, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডাক্তার আব্দুল বাসেত খান, জেলা সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি অধ্যাপক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, সহকারী সেক্রেটারি এস এম সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম, ঈশ্বরদী উপজেলা আমীর ড. নুরুজ্জামান প্রমাণিক, সেক্রেটারি সাইদুর রহমান, আটঘরিয়া উপজেলা আমীর মাওলানা নকিবুল্লাহ প্রমূখ।

বিকাল তিনটায় আমীরে জামায়াত আলহাজ্ব টেক্সটাইল হাই স্কুল মাঠে মোস্তাফিজুর রহমান কলম স্মরণে দোয়া মাহফিলে যোগদান করেন। দোয়া মাহফিলে সংক্ষিপ্তভাবে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমীর ও পাবনা-৪ ( ঈশ্বরদী -আটঘরিয়া ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, সংগঠনের বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহীম, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান , ঈশ্বরদী উপজেলা আমীর ড. নুরুজ্জামান প্রামানিক, সেক্রেটারি সাইদুল ইসলাম প্রমুখ।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, মোস্তাফিজুর রহমান কলম ছিলেন দীন প্রতিষ্ঠা সংগ্রামের অগ্রণী সৈনিক। সমাজের দ্বীন প্রতিষ্ঠিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সহজ হবে। আমরা দুর্নীতিবাজদের সহ্য করব না। দুর্নীতিবাজদের বিষয়ে আমাদের জিরো টলারেন্স ভূমিকা থাকবে। তিনি আরো বলেন, সকল দুর্নীতিবাজ কে আল্লাহর সহায়তায় আমরা মোকাবেলা করব।

একটা শফিকুর রহমান বলেন জাতি আমাদের নির্বাচিত করলে আমরা জাতির শাসক হবো না সেবক হবো।

ডাক্তার শফিকুর রহমান দিয়াবাড়ির বিমান দুর্ঘটনার কথা উল্লেখ করে বলেন, এ ঘটনায় শিশুসহ সকলের মৃত্যু শহীদের মৃত্যু হিসেবে যেন আল্লাহতালা কবুল করেন। এসময় তিনি সকলের অবগতির জন্য জানান, দুর্ঘটনা কবলিত আহতদের জন্য প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা সংগঠনের পক্ষ থেকে করা হবে।

আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, মোস্তাফিজুর রহমান কলমের পরিবারকে দেখভাল করবেন প্রয়োজনীয় সহযোগিতা করবেন জানো এই পরিবার তার অভিভাবকহীন না হয় সে ব্যাপারে সংগঠনসহ ঈশ্বরদীবাসীর দৃষ্টি আকর্ষণ করেন । শেষে তিনি

পাবনা জেলা জামায়াতের আমীর ও পাবনা-৪ ( ঈশ্বরদী -আটঘরিয়া ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলকে আগামী নির্বাচনে ঈশ্বরদী আটঘরিয়াবাসির জন্য উপহার হিসেবে রেখে গেলাম আপনারা তাকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা ও সমর্থন করবেন।

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন মোস্তাফিজুর রহমান কলম তার ব্যক্তিগত প্রয়োজনে ঢাকা যাচ্ছিলেন না তিনি সংগঠনের তাগিদে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষে জাতীয় সমাবেশে ঢাকায় যোগদানের ইচ্ছা পোষণ করেছিলেন। তার স্বপ্ন, ইচ্ছা বাস্তবায়ন তিনি দেখে যেতে পারেননি। তিনি বলেন মোস্তাফিজুর রহমানের এই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের। তিনি আরো বলেন তার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদেরকে অধিকতর সচেতন হয়ে ইসলামের পক্ষে কাজ করতে হবে।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন,মোস্তাফিজুর রহমান কলম ছিলেন আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার একজন নিবেদিত কর্মী। তার স্বভাব চরিত্র ছিল সহজ এবং সরল, নৈতিকতায় পরিপূর্ণ একজন যোগ্য সমাজকর্মী আমি তার রুহের মাগফেরাত কামনা করি।

উল্লেখ্য পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা চামীর কামারী গ্রামের রহমান গত ১৯ মে ১৯ জুলাই ঢাকায় বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশে যোগদান এর উদ্দেশ্যে গাড়ি করে যাত্রাপথে চন্দ্রায় গিয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিন ছেলে এক মেয়ে ও স্ত্রী সহ বহু না গুণগ্রাহী রেখে গেছেন গণগ্রাহী রেখে গেছে।

বক্তব্য শেষে হাজার হাজার জনতার সাথে দুহাত তুলে মোস্তাফিজুর রহমান সহ দেশ ও জাতির কল্যাণার্থে আল্লাহতালার কাছে প্রার্থনা করেন।