মানিকগঞ্জ সংবাদদাতা : মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মানিকগঞ্জে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্বদেন মানিকগঞ্জ-৩ নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ঢাকা উত্তর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে শহীদ তিতুমীর একাডেমী প্রাঙ্গণে সমাপ্ত হয়।

বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য মিডিয়া বিষয়ক সম্পাদক হাফেজ তসলিম উদ্দিন, মানিকগঞ্জ পৌরসভা আমীর আমীর মোঃ হুমায়ুন কবির। সদর উপজেলা আমীর মো. ফজলুল হক, সদর সেক্রেটারি এডভোকেট সালাহ উদ্দিন প্রমূখ।

মিছিলে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশাত্মবোধক স্লোগান দেন। এ সময় বিজয় দিবসের চেতনায় দেশ গঠন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিজয় মিছিলে জামায়াতের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সাতক্ষীরা : ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটির নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আমতলা সংলগ্ন বয়েজ স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়ে খুলনা রোড মোড়, নিউমার্কেট মোড় হয়েং পাকাপুলের মোড় হয়ে পূনরায় বয়েজ স্কুল মাঠে যেয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয় র‌্যালিটি।

সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকালি সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আজিজুল ইসলাম, শহর শিবির সভাপতি আল মামুন, শহর জামায়াত আমীর জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোশারফ হোসেন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, শহর নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় বিজয় দিবসের চেতনায় দেশ গঠন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়। র‌্যালিতে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‌্যালিতে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও জনগণ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আজকের দিনের অঙ্গীকার।”

পঞ্চগড় : পঞ্চগড়ে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ডিসেম্বর) বিকাল ২-৩০ টায় পঞ্চগড় সার্কিট হাউসের সামনে থেকে জেলা জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এতে জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, পৌর আমীর জয়নাল আবেদীন, জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন পঞ্চগড় সদর উপজেলা আমীর সফিউল ইসলামসহ প্রায় পাঁচ সহস্রাধিক নেতা-কর্মীরা অংশ নেয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জামায়াতের আমীর ও ১নং আসনের জামায়াত মনোনীত সংসদ পদ প্রার্থী মাওলানা মোঃ ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, পৌর আমীর মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।

সোনাইমুড়ী (নোয়াখালী) : সোনাইমুড়ীতে নানা আয়োজনে পালন করা হয়েছে মহান বিজয় দিবস। উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করেছে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ ভবনসহ সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়।

মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, প্রেস ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন,বিজয় মেলা উদ্বোধন করা হয়েছে।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা ও শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

পরে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পর্যায়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দিন খান-এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য এবং ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। ১৯৭১ সালে যারা দেশকে ভালোবেসে জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন তখনই হবে, যখন এ দেশে ন্যায়বিচার, ইনসাফ ও আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে। একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

গাজীপুর শ্রীপুর : মহান বিজয়ের ৫৪তম বার্ষিকীতে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ও বর্ণাঢ্য বিজয় রর্‌্যালি। জাতীয় পতাকার রঙে রাঙানো এই আয়োজনে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে শ্রীপুর যেন উৎসবের নগরীতে পরিণত হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় শ্রীপুর পৌরসভার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকা থেকে রর্‌্যালিটি শুরু হয়। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই রর্‌্যাালি মহাসড়ক প্রদক্ষিণ করে মাওনা উড়াল সেতুর নিচে গিয়ে শেষ হয়।রর্‌্যালির আগে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা খ- খ- মিছিল নিয়ে আনসার রোড এলাকায় সমবেত হলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমীর ও গাজীপুর-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. জাহাঙ্গীর আলম বলেন, “বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের স্থান হবে না। জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

বড়লেখা : মৌলভীবাজারের বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।

দিনের প্রথম প্রহরে সূর্যোদয়ের পর বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয় শহীদ মিনারে স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, বড়লেখা পৌরসভা, বড়লেখা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার মুহাম্মদ সিরাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, ফনী চন্দ্র শীল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেল, সাংগঠনিক সম্পাদক নাদের আহমদ প্রমুখ।

ফুলবাড়ি, কুড়িগ্রাম : বাংলাদেশ জামায়াতী ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক বিশাল বিজয়ের র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী বাজার তিনকোনা মোড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা আমীর মাওঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা সেকেন্দার আলী। উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান। শহীদদের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা ইসমাইল হোসেন। অপরদিকে উপজেলা প্রশাসন ফুলবাড়ীর উদ্যোগে যথাযথ মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে শহীদ মিনারে পুষ্পার্গ অপর্ন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন,আলোচনা সভা, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ,কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নাটোর : মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর সদর আসনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নাটোর জির পয়েন্ট স্বাধীনতা চত্বর মাদ্রাসা মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম ও নাটোর ২ আসনের এমপি প্রার্থী জেলা নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী । শহর জামায়াতের সেক্রেটারি আলী আল মাসুদ মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান, সহকারী সেক্রেটারি প্রচার ও মিডিয়া আতিকুল ইসলাম রাসেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, শহর আমীর মাওলানা রাশেদুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা মীর নুরুন্নবী, সেক্রেটারি মাওলানা হারুনর রশীদসহ অন্যান্য নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশের মানুষ এখনো প্রকৃত স্বাধীনতা উপভোগ করতে পারেনি। তারা বলেন, মানুষ যদি সত্যিকার অর্থে স্বাধীনতা ভোগ করতে চায়, তবে আধিপত্যবাদ, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক শক্তির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। বক্তারা অভিযোগ করে বলেন, একটি মহল নতুন করে দেশকে অ¯ি’তিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা দৃঢ় কণ্ঠে বলেন, একবিন্দু রক্ত থাকা পর্যন্ত দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। জনগণ আর কোনো আধিপত্যবাদীর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে না।

দুর্গাপুর : নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য বিজয় রর্‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামের দুর্গাপুর উপজেলা কার্যালয়ের থেকে বিজয় রর্‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মহান বিজয় দিবসে “ইনসাফ ভিত্তিক সমাজ চাই” স্লোগান সম্বলিত ব্যানারে মুখরিত ছিল রর্‌্যালিটি। অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বিজয়ের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান। দুর্গাপুর কলমাকান্দা আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী আবুল হাসেম সাহেব বলেন ,আমরা একটি শোষণমুক্ত এবং ইনসাফ কায়েমের মাধ্যমেই বিজয়ের প্রকৃত সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব।

সিরাজদিখান

মুন্সীগঞ্জ সিরাজদিখানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সিরাজদিখান উপজেলা চত্বরে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভসূচনা করা হয়।

পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা সামাজিক সংগঠন। এ ছাড়াও সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব,সাথী সমাজকল্যান সংস্থা এবং স্থানীয় সাধারণ জনগণের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ, সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল হান্নান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পতœীতলা (নওগাঁ)

মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর পতœীতলা উপজেলার নজিপুর পৌর এলাকায় এক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পতœীতলা উপজেলার জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আবদুল মুকিম-এর নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতœীতলা উপজেলা ও নজিপুর পৌরসভার উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি নজিপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা বহন করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ব্যানার ও ফেস্টুনে “চলো একসাথে গড়ি বাংলাদেশ”, “বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ হই”সহ মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা বিভিন্ন বার্তা প্রদর্শন করা হয়।

পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির এবং ৪৭ নওগাঁ–০২ (পতœীতলা–ধামুইরহাট) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক।

পাংশা (রাজবাড়ী)

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ১৬ই ডিসেম্বর নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সরকারী-বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনী, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা, ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন, মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, ম্যাজিক শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

জানা যায়, সকাল ৯টায় পাংশা জর্জ হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক। এ সময় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম উপ¯ি’ত ছিলেন। অনুষ্ঠানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। প্যারেড পরিচালনা করেন পাংশা মডেল থানার এসআই সাজ্জাদ হোসেন শাওন।

আশাশুনি

সাতক্ষীরার আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করা হয়েছে।

মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সকাল ১০টায় এ র‌্যালি করা হয়।

জাতীয় পতাকা,রংবেরঙের শো পতাকা ও টি-শার্ট পরিহিত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে র্যালিটি উপজেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে যোগদান করে।

র‌্যালিতে নেতৃত্বদেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য,খুলনা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার।

পীরগঞ্জ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে । মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের স্মৃতিসৌধে ৩১ বার তপো ধ্বনির মধ্য দিয়ে স্মৃতিসৌধ পুষ্প স্তবক অর্পণ করা হয় । পরে প্রথম বীর শহিদ বীর মুক্তিযোদ্ধা আবু ইসাহাক এর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সকল শহিদ মুক্তি যোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করেন । সকাল ৯ টায় পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে বর্ণিল কুচকাওয়াজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাবেশ সহ ডিসপ্লে প্রদর্শন ও শিশুদের মুক্তিযুদ্ধ বিষয়ক আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

রংপুর

যথাযোগ্য সর্যাদায় মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুর লিঃ এর উদ্যোগে মঙ্গলবার সকালে হাসপাতাল ভবনে বিনামুল্যে স্বা¯’্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই স্বা¯’্য ক্যাম্পে ৫০০ জন অসহয় দরীদ্র রোগীকে বিনামুল্যে স্বা¯’্য সেবা প্রদান করা হয়েছে।

পরে হাসপাতাল মিলনায়তনে বিজয় দিবসের তাৎপর্যের উপর এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুর লিঃ এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল এবং বিশেষ অতিথি ছিলেন হাসপাতাল এর পরিচালক ডাক্তার মোহাম্মদ আজাহার আলী শাহ্। হাসপাতালের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শামছুল হুদা এতে সভাপতিত্ব করেন। সভায় হাসপাতালের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান মিন্টু, মেসবাহুল ইসলাম, ঋারিফুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

শেষে স্বাধীনতা যুদ্ধ্যে সকল শহীদদের স্বরনে দোয়া অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে ‘রান উইথ শিবির’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকা থেকে শুরু হয়ে কুচিয়ামোড়া কলেজ মাঠে গিয়ে আবার নিমতলা এসে এই দৌড় প্রতিযোগিতা শেষ হয়। এতে প্রায় দুই শতাধিক ছাত্র ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচি শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী একেএম ফখরুদ্দিন রাজী।

সিংড়া (নাটোর)

মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় বিজয় র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের চলনবিল গেট থেকে এক বিশাল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে পূণরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান এর নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, পৌর জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর জামায়াতের সেক্রেটারী মাস্টার মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা সেলিম খান, আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল, মীর মো. কুতুবুল আলম, লোকমান হোসেন মজনু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান ফরহাদ, সেক্রেটারী মো. আল-আমিন প্রমুখ।

গাইবান্ধা

সরকারিভাবে বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস উদযাপন করা হয়। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামি গাইবান্ধা শহর ও সদরের উদ্যোগে সড়হনীয় জেলা কার্যালয় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমির এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী জননেতা আব্দুল করিম সরকার।শহর সেক্রেটারি আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন শহর আমির অধ্যাপক ফেরদৌস আলম,জামায়াত নেতা আমিনুল হক,সদর সেক্রেটারি আনোয়ারুল আলম, শিবিরের জেলা সভাপতি ফেরদৌস রুম্মান প্রমুখ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কুষ্টিয়া

মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ায় জামায়াতের এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় চৌড়হাস মোড় থেকে এ বিজয় র‌্যালি শুরু হয়ে মজমপুর গেটে শেষ হয়। র‌্যালি শেষে পৌরসভার মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, কুষ্টিয়া সদর আসনের জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমীর হামজা, শহর আমীর এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অপরদিকে, কুষ্টিয়ায় শ্রমিককল্যাণ ফেডারেশনের বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মুহসিন আলী, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা শাখা হাসান রোহানী, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সদর থানা সভাপতি আজমল ইসলাম, মিরপুর থানা সভাপতি মেহেদী হাসান মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।