ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম), ঢাকা-এর মধ্যে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, শিক্ষার আধুনিকায়ন ও শিল্পক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডুয়েটের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেল অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ও উপ ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।
ডুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মাহা. আবু তয়ব এবং বিআইএমের পক্ষে পরিচালক (আইকিউএসি) ও উৎপাদন ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. ইঞ্জি. মা. মামুনুর রশীদ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডুয়েটের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মা. আনোয়ারুল আবদীন এবং বিআইএমের উচ্চপদস্থ কর্মকর্তা ড. উত্তম কুমার দত্তও উপস্থিত ছিলেন।
ভিসি অধ্যাপক ড. জয়নাল আবেদীন বলেন, ‘চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের যুগে শিক্ষার্থী ও পেশাজীবীদের আধুনিক ল্যাবরেটরি সুবিধা ও শিল্প চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ নিশ্চিত করা সময়ের দাবি। এই এমওইউ শিক্ষার্থী ও শিক্ষকদের যৌথ গবেষণা, এআই, আইওটি, বিগ ডাটা, ক্লাউড কম্পিউটিং, এআর/ভিআর, ব্লকচেইন, রোবটিক্স ও সাইবার সিকিউরিটি ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদানের সুযোগ তৈরি করবে, যা দক্ষ মানবসম্পদ তৈরি ও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে গতিশীল করবে।’
উপ ভিসি অধ্যাপক ড. আরেফিন কাওসার বলেন, ‘ডুয়েট-বিআইএমের এই যৌথ উদ্যোগ উচ্চশিক্ষা, গবেষণা ও শিল্পক্ষেত্রকে শক্তিশালী করবে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।’ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।