কক্সবাজারে মেধা, যোগ্যতা, স্বচ্ছতা ও বৈষম্যহীন প্রক্রিয়ার মাধ্যমে ৩২ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পেয়েছেন।
গত শুক্রবার ১২ সেপ্টেম্বর কক্সবাজার জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল আগস্ট-২০২৫ নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম বিপিএমের নির্দেশনা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মো. সাইফউদ্দীন শাহীন এবং বোর্ডের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
প্রথমে ৫০০ প্রার্থী প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করেন। এরপর শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন। তিন দিনব্যাপী এ ধাপ শেষে ৩৮৬ জন লিখিত পরীক্ষায় বসেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫২ জন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। চূড়ান্তভাবে ৩২ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়।
নির্বাচিত প্রার্থীরা স্বচ্ছ ও বৈষম্যহীন নিয়োগ প্রক্রিয়ার জন্য কক্সবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন নবনিযুক্ত কনস্টেবলদের সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
শনিবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।