শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরা গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। নিহত আকিদুল ইসলাম (৪২)। তিনি সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের পাকা কাঞ্চনপুর ফকিরপাড়া গ্রামের শহর আলীর ছেলে। নিহত ব্যক্তির দুই মেয়ে এক ছেলে রয়েছে। তিনি পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। গত ৭ জানুয়ারি ভোর ৬টায় হাজিপুর বাজারে এ ঘটনাটি ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহত আকিদুল কাঁচামাল নিয়ে ঢাকায় গিয়েছিলেন। মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে মধ্যরাতে হাজিপুর বাজারে বাস থেকে নামে বাড়ির উদ্দেশে। এরপর গরু চোর সন্দেহে তাকে ধরে নিয়ে কাঁঠাল গাছের সাথে বেঁধে বেধড়ক পিটিয়ে তাকে আহত করে। ভোর ছয়টায় পরিবারের লোকদের খবর দিলে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।