বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ রুকন ও বরিশাল মহানগরীর ২ নং ওয়ার্ডের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব খানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর নেতৃবৃন্দ। এক যৌথ কোন বার্তায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা জহির উদ্দিন মু. বাবর এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান বলেন, ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব খান সারা জীবন ইসলামি আন্দোলনের জন্য কাজ করে গেছেন। আন্দোলনে যখন যে দায়িত্ব দেয়া হয়েছে তিনি তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করেছেন।
উল্লেখ, ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব খান দীর্ঘদিন প্যারালাইজড অবস্থায় থেকে গত সোমবার দিবাগত রাত ২টায় নগরীর কাউনিয়ার জানু কি সিংহ রোডের নিজ বাসভবনে ইন্তিকাল করেন। তিনি স্ত্রী দুই মেয়ে এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। সকাল ১১টায় নগরীর মানিক মিয়া স্কুল মাঠে জানাযা শেষে বাঘিয়া মুসলিম গোরস্থানে দাফন করা হয়। তার বয়স তার বয়স হয়েছিল ৮২ বছর।