বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : বাংলাদেশ জামায়তে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আমরা আল্লাহর পরিকল্পনায় এসেছি আর আল্লাহর পরিকল্পনায় দুনিয়া থেকে চলে যেতে হবে। আমাদের জীবন আল্লাহর পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হতে হবে। যে রাজনীতির সাথে ইসলাম নেই সেটা কোন রাজনীতি হতে পারে না সেটা হল ছাতা নাতা। সে রাজনীতিতে মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে ফ্যাসিবাদের একটি সরকার তৈরি করে।

ওই সমস্ত রাজনীতিবিদরা তিন ঘন্টা আলোচনা করলেও পরকাল নিয়ে একটি কথাও বলে না। তিনি গত শনিবার বিকেলে ধুলিয়া হাই স্কুল ও কলেজ মিলনায়তনে জামায়াতে ইসলামীর ধুলিয়া ইউনিয়নের কেন্দ্র ও বুথ কমিটির দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।

ধুলিয়া ইউনিয়ন সভাপতি ডা. মু মজিবুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মো. ইসাহাক মিয়া, নায়েবে আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম,উপজেলা সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, নির্বাচন পরিচালক অধ্যক্ষ কাজী আব্দুদ দাইয়ান।

ডক্টর মাসুদ আরো বলেন-আমরা শুধু একটি বক্তৃতা কিংবা একটি ভোট চাইতে আসিনি। আমরা এসেছি সুদূর প্রসারী লম্বা একটি সফলতার জন্য। দুনিয়ার কল্যাণ সাধন করে পরকালে যেন একত্র হতে পারি তার জন্য আমরা একত্র হতে এসেছি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু একজন এমপি হবে না এমপি হবে বাউফলের সাড়ে চার লক্ষ জনগণ। স্বাধীনতার ৫৩ বছরে কোন ব্যক্তি বা পরিবারের ভাগ্য বদল হয়েছে। বাউফলবাসীর ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। আবু সাঈদ মুগ্ধরা নিজের জীবন বাজি রেখে গুলির সামনে বুক পেতে দিয়েছিল ইসলাম বিজয়ের জন্য যদি আর একবার জীবন বাজি রাখতে হয় তাহলে গুলির সামনে বুক পেতে দিব।

ড. মাসুদ আরো বলেন পরিবারতন্ত্র রাজনীতির সবচেয়ে বড় অভিশাপ। আল্লাহ ও রাসূলের নামের পরিবর্তে এক ব্যক্তির নাম নিতে নিতে তারা দেশ ত্যাগে বাধ্য হয়েছে। এখন আরেকটি দল যারা ব্যক্তি ও পরিবারের নাম জপতে জপতে বাড়াবাড়ি করছে। শেখ হাসিনা পরিবারতন্ত্র দিয়ে জনগণকে জিম্মি করে রাখার পর দেশ ত্যাগের সময় তার পরিবারের ৩৪ জন সদস্য ও কয়েকটি সুটকেস সাথে নিয়েছে। কোন নেতা কর্মীকে একটু ফোনও করেন নাই।

তিনি আরো বলেন এখন আমাদেরকে ইসলামের রাজনীতিতে ফিরতে হবে। নামাজের সময় যেমন আল্লাহর নির্দেশ মানতে হবে তেমনি দিন কায়েমের কাজেও আল্লাহর নির্দেশ মানতে হবে। আমরা মেম্বার চেয়ারম্যান বা চৌকিদার এমন কিছুই না তবুও বাউফলসীর জন্য সাধ্যানুযায়ী কাজ করে যাচ্ছি। আমাদের চেষ্টায় বগা সেতুর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। নিমদি ধুলিয়া কাছিপাড়া নদী ভাঙ্গন প্রতিরোধে পরিবেশ ও বন উপদেষ্টার সাথে দেখা করেছি। তিনি এখানে বরাদ্ধ দিয়েছেন। সেখানে জিও ব্যাগ ফালানো হয়েছে, খুব শীগ্রই বেরিবাধের কাজ শুরু হবে ইনশাল্লাহ।