* ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের সহায়তা
পিরোজপুর সংবাদদাতা: অগ্নিকাণ্ডে পিরোজপুর সদর উপজেলার ১১টি ও নেছারাবাদ উপজেলার ৩০ টির বেশি দোকান ঘর ভস্মীভূত হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত সোয়া এগারটার দিকে সদর উপজেলার পাঁচপাড়া নামক বাজারে এবং মঙ্গলবার সকাল ৬টার দিকে নেছারাবাদের মিয়ারহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচপাড়া বাজারে মুদি, মনোহরদী, স্বর্ণ ও বইয়ের দোকানসহ ১১ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ ইচ্ছাকৃতভাবেই কেউ হয়তো দোকান ঘরগুলোতে আগুন দিয়েছে। এছাড়া পার্শ্ববর্তী নাজিরপুর ফায়ার স্টেশনে তাৎক্ষণিক খবর জানালেও সময়মত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন না পৌঁছানোতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ।
অন্যদিকে সকাল ৬টার দিকে নেছারাবাদের মিয়ারহাটে একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পার্শ্ববর্তী বিভিন্ন ধরনের ৩০টির অধিক দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে সন্ধ্যা নদীর অপর প্রান্ত থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় দ্রুতই আগুন নেভানো সম্ভব হয়নি। তবে রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে পিরোজপুর ফায়ার সার্ভিস স্টেশন দিতে পারেনি।
ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন দোকানপাট আগুনে পুড়ে ভস্মীভূত ভূত হয়েছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ১০/১২টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দোকানগুলোর মধ্যে ২টি হোটেল, ১টি সেলুন, কয়েকটি মুদি দোকান ও কয়েকটি ফলের দোকান রয়েছে। এ ব্যাপারে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্য স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, তারা অগ্নিকাণ্ডের ঘটনাটি রাত তিনটা ৩৫ মিনিটে জানতে পেরে ১০ মিনিটের ভিতরে ঘটনা স্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রনে আনেন। তারা প্রাথমিকভাবে একটি হোটেলের চুলার উপরে রাখা কাঠ থেকে এই আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন।
রাজারহাট (কুড়িগ্রাম) : রাজারহাটে ভয়াবহ অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতসহ বিভিন্ন সংগঠন আর্থিক সহায়তা প্রদান করেছেন। গত ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব মৌজার আঃ হান্নানের বাড়িতে বিদ্যুতের সট সার্কিটে অগ্নিকান্ড ঘটে এতে ৪ বছরের শিশু কন্যা আইরিনসহ ৪ লাখ টাকার মালা মাল আগুনে পুড়ে যায়। খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সরকারিভাবে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান খাদ্য সহায়তা ও নগদ ২০ হাজার টাকা প্রদান করেছেন। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজার হাট উপজেলা সেক্রেটারী এডভোকেট আহমাদ আলী সরকার, জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা উওরের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাসেত সরকার বিপ্লব ও পথের আলো সংগঠনের সভাপতি আনিছুর রহমান লিটন ক্ষতিগ্রস্ত পরিবারটির সাময়িক খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করে জামায়াতে ইসলামী আরো ও সহায়তার আশ্বাস দেয়া হয়েছে। এ সময় তাদের সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।