লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ নভেম্বর লালমনিরহাট আদর্শ দাখিল মাদরাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ডাকে এলাকাবাসী কে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহের, প্রধান বক্তা ছিলেন, (আদিতমারী - কালীগঞ্জ)- ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সেক্রেটারি জননেতা এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা সেক্রেটারি হাফেজ শাহ আলমে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদিতমারী উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোছাঃ রহিমা বেগম প্রমূখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের বিভিন্ন দায়ীত্বশীলের মধ্যে মোছাঃ রোকসানা খাতুন, মোছাঃ আনোয়ারা বেগম, মোছাঃ মাহমুদা বেগম, মোছাঃ গিনি বেগম ও মোছাঃ মমতাজ বেগম।
আগামী সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন ওই অনুষ্ঠানের প্রধান অতিথি।
উক্ত অনুষ্ঠানে ২ হাজারের বেশী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেতৃরা উপস্থিত ছিলেন।