চকরিয়া সংবাদদাতা: দক্ষিণ চট্টগ্রামের উন্নত স্বাস্থ্য সেবার বিশ^স্ত প্রতিষ্ঠান চকরিয়া জমজম হাসপাতাল পিএলসি’র চিকিৎসাব সেবায় রোগিদের জন্য বেশকিছু সুযোগ-সুবিধাসমূহ নিয়ে শুরু হয়েছে সেবা মাস। গতকাল বুধবার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আবদুল করিমের সভাপতিত্বে ও পরিচালক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সেবা মাস উদ্বোধন ও সুধী সমাবেশ-২০২৫ হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। তিনি চকরিয়ায় মানবিক স্বাস্থ্যসেবা বিস্তারে জমজম হাসপাতাল পিএলসি’র উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করে সেবা মাসের আনুষ্ঠানিক শুভ কামনা করেন। তিনি বলেন, জমজম হাসপাতাল অত্র এলাকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী হাসপাতাল। এই হাসপাতালের উন্নত যন্ত্রপাতি, বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা, চকরিয়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য বড় ধরনের উপকারে আসছে। অক্টোবর মাসে সেবা মাস ঘোষণা করে স্বল্প মূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করার জন্য জমজম হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি প্রতি মাসে গরিব রোগীদের স্বল্প মূল্যে চিকিৎসা সেবা চালু রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের নির্বাহী চেয়ারম্যান এন্ড সিইও মো. গোলাম কবির। তিনি বলেন, জমজম হাসপাতালে সিটি স্ক্যান, ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, উন্নত ল্যাব সেবা সহ ৩৫/৪০ জন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্নভাবে চিকিৎসা সেবায় নিয়োজিত তৎমধ্যে এই হাসপাতালে ৭ জন বিশেষজ্ঞ ডাক্তার সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন। জমজম হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর এবং সহজলভ্য করার জন্য অক্টোবর মাস কে সেবা মাস ঘোষণা করে ডাক্তার ফি ২০% হইতে ৫০% কম এবং পরীক্ষা নিরীক্ষায় ৩০% হতে ৪০% কম নেয়া হবে। তিনি অত্র হাসপাতালে আরও বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও উন্নত যন্ত্রপাতি সংযোজনের ঘোষণা দেন।
সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমজম হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট সিনিয়র কনসালটেন্ট ডাঃ ফয়জুর রহমান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাসিমা আক্তার, নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ হেনরিয়েটা গোমেজ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ জাহিদুল ইসলাম খাঁন, পরিচালক ডাঃ মো. কামাল হোছাইন, এহছানুল আনোয়ার, জিএম রুকুন উদ্দীন, ফখরুল আনাম, জাকারিয়া মো. শাহাব উদ্দিন, শহিদুল আনোয়ার, জালাল আহমদ (বিএ) প্রমুখ।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. আবদুল করিম উপস্থিত সাংবাদিক, শুভাকাক্সক্ষী, ডাক্তার, নার্স, সম্মানিত অতিথিবৃন্দসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।