বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের উদ্যোগে আজ সোমবার পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হবে। আন্দরকিল্লাহ শাহি জামে মসজিদ চত্বরে দুপুর ২টা থেকে মাহফিল শুরু হবে।
বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের সভাপতি প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমান এবং সেক্রেটারি মুহাদ্দিস হযরত মাওলানা আহমদর রহমান এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে জানানো হয়, আগামীকাল-২০২৫ আগস্ট রোজ সোমবার পবিত্র মাহে রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে এক আজিমুশশান মিলাদুন্নবী(সঃ) মাহফিল আন্দরকিল্লাহ শাহি জামে মসজিদ চত্বরে দুপুর ২ টা থেকে অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। প্রধান মেহমান হিসেবে থাকবেন আওলাদে রাসূল (সঃ), ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর (সদস্য) ও আন্দরকিল্লাহ জামে মসজিদের খতিব আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের আল জাবেরী আল মাদানী। প্রধান বক্তা থাকবেন ঢাকা থেকে আগত মিডিয়া ব্যক্তিত্ব ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল আমীন। এছাড়াও উক্ত মাহফিলে অথিতি হিসেব উপস্থিত থাকবেন, আইআইউসির সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক, রাহবায়ে বায়তুশ শরফ হযরত মাওলানা আব্দুল হাই নদভী, শেখেরখীলের পীর হযরত মাওলানা মুহাম্মদ ইসহাক, গারংগিয়া পীর হযরত মাওলানা মাওলানা আনোয়ারুল হক, মাওলানা তাজুল ইসলাম।
মাহফিলে আরও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদগণ আলোচনা করবেন। বিবৃতিতে আহলুস সুন্নাত ওয়াল জামায়াত নেতৃবৃন্দ উক্ত মিলাদুন্নবী (সঃ) মাহফিল সফল করার জন্য সর্বস্তরের জনগণ ও শ্রদ্ধেয় ওলামা-মাশায়েখগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।