ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম এবং দাইনুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বিদেশী মদ আটক হয়েছে।

গত ২১ নভেম্বর ২০২৫ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপি কর্তৃক ০১টি চোরাচালাল প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১,০০৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং গত ২২ নভেম্বর ২০২৫ তারিখ দাইনুর বিওপি কর্তৃক ০১টি চোরাচালাল প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,১৭,৯০০/- টাকা।