ইন্ডাস্ট্র্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা চত্তর সংলগ্ন কুঠিবাড়ীতে চলছে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত। এতে প্রধান বক্তা হিসাবে আছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ন মুফতি আমির হামজা কুষ্টিয়া।

প্রধান অতিথি হিসাবে আছেন, সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার। বিশেষ অতিথি হিসাবে আছেন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, জামায়াতে ইসলামী উপজেলা আমির আবুল হোসেন মাস্টার, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি মাওলানা মশিউর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু। এতে সভাপতিত্ব করছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ।