মেহেরপুরে প্রচন্ড শীতে কপালে চিন্তার ভাঁজ দিনমজুর খেটে খাওয়া মানুষদের। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট জেলা এবং সীমান্ত ঘেষা মেহেরপুর জেলা। জেলায় গত দুইদিন থেকে সূর্যের মুখ দেখা যায়নি এবং মাঝে মাঝে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। হাড় কাঁপানো শীতে খেটে খাওয়া মানুষ বাহিরে এবং কৃষি কাজের জন্য ক্ষেত খামারে যেতে পারছে না। খরকুটো জ্বালিয়ে কিছুক্ষণের জন্য শীত নিবারণ করার চেষ্টা করছে কৃষকরা। অন্যান্য ছোটখাটো যানবাহন অটো রিস্কা, নসিমন, করিমন, ভ্যান, রিস্কা এবং ব্যাটারি চালিত যানবাহন যাত্রী না পাওয়ার কারণে বেকার হয়ে পড়েছে দিন আনা, দিন খাওয়া এই মানুষগুলী। আজ আবহাওয়া অফিস জানিয়েছেন মেহেরপুরে, ১০,৫% ডিগ্রি তাপমাত্রা উঠানামা করছে। গরম কাপড় বা কম্বল সরকারিভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেরাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পক্ষ থেকে অল্প কিছু কম্বল বিতরণ করা হয়েছে। চাহিদার ছাড়া অপ্রতুল হিসাবে তিনি মনে করেন। নির্বাচনের কারণে আচরণ বিধির মধ্যে পড়বে সেই হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো গরম কাপড় বা কম্বল বিতরণ থেকে বিরত আছেন বলে জানিয়েছেন। অতএব সাধারণ দিনমজুর মানুষদের এই প্রচন্ড শীতে কপালের চিন্তার ভাঁজ।

বোদা (পঞ্চগড়): পঞ্চগড়ের বোদা উপজেলায় অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। সোমবার সকালে বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং ২৯ বীরের তত্ত্বাবধানে শতাধিক অসচ্ছল ও ছিন্নমূল মানুষের মাঝে উন্নতমানের কম্বল তুলে দেন লেফটেন্যান্ট তাওসিফ আহমেদ মুন্না। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান ও ওয়ারেন্ট অফিসার মিরাজ। তীব্র শীতে সেনাবাহিনীর এই উপহার পেয়ে সাধারণ মানুষ জানান, অনেক ঠান্ডায় এই কম্বল পাওয়ায় তাদের কষ্ট কমে যাবে। শীতে তারা অনেক কষ্ট করছিলেন এবং সেনাবাহিনীর এই সহায়তায় তাদের সেই কষ্ট লাঘব হবে। এদিকে গত দুদিন ধরে বোদাসহ পঞ্চগড় জেলায় হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় তীব্র শীত বিরাজ করছে।

ভেড়ামারা (কুষ্টিয়া) : শীতে যবুথবু হয়ে কাঁপছে অসহায় শীতার্ত মানুষেরা। হাঁড় কাঁপানো শীতে জীবন যেন উষ্টাগত। এই সব শীতার্ত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করে পাশে দাঁড়িয়েছে কুচ্ছিার ভেড়ামারার সামাজিক ও মানবিক সংগঠন শিশু তাহমিদ ফাউন্ডেশন। গত সোমবার দুপুর ১২টায় পশু হাসপাতাল সংলগ্ন রেহেনা এন্টারপ্রাইজ অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভেড়ামারা ল্যাব এইড ডায়গনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টে’র ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল’র সার্বিক তত্বাবধায়নে অনুষ্টিত কম্বল বিতরন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, ভেড়ামারা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেল রবাজার বনিক সমিতির সাধারন সম্পাদক শামীম রেজা শামীম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের উপদেষ্টা আতিয়ার রহমান মৃধা, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ালিউল ইসলাম ওলি, দৈনিক সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম, দৈনিক সংবাদ প্রতিনিধি প্রদীপ সরকার, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ প্রতিনিধি শামিমুল হক শামীম, ক্বারী ওসমান প্রমুখ। অনুষ্ঠানে ৫০টি পরিবারের মাঝে শীত নিবারনের কম্বল বিতরণ করা হয়।