সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনপ্রয়োগকারী সংস্থা কাজ করলেও কমছে না অপরাধ। গত ৩ মাসে ১৪টি খুনের ঘটনা ঘটেছে। পাশাপশি ১৪ টি ধর্ষণের ঘটনাসহ ৭৬টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, যা উদ্যেগজনক। সব মিলিয়ে মার্চ, এপ্রিল ও মে এ ৩ মাসে সাতক্ষীরা জেলায় ৫৫৬টি অপরাধ সংঘটিত হয়েছে।

এসব অপরাধের মধ্যে খুন ও ধর্ষণ ও নারী নির্যাতনের পাশাপাশি দস্যুতার অভিযোগে ১টি, অপহরণের ঘটনায় ১টি, সিঁধেল চুরির ঘটনায় ৪টি, গবাদি পশু চুরির ঘটনায় ২টি, গাড়ি চুরির ঘটনায় ৫টি, অন্যান্য চুরির ঘটনায় ১০টি ও সড়ক দুর্ঘটনার ঘটনায় ২টি মামলা হয়েছে। একইসঙ্গে মানব পাচারের ঘটনায় ১০টি, পর্নোগ্রাফি আইনে ৪টি, সাইবার নিরাপত্তা আইনে ২টি, চোরাচালানের ঘটনায় ২১টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫৫টি এবং অন্যান্য ২৩৫টি মামলা দায়ের হয়েছে। সাতক্ষীরার ৮টি থানায় এসব মামলা দায়ের হয়।

সাতক্ষীরায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-ডিএইচআরএনএস প্রকল্পের আওতায় ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর আয়োজনে শনিবার বিকালে সাতক্ষীরা জেলা শাখার ত্রৈমাসিক সভায় এসব তথ্য তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, জেলায় গত তিন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০জন, দেয়াল চাপা পড়ে মারা গেছে ২জন, পানিতে ডুবে মারা গেছে ৪ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে ৫জন, বিষাক্ত মদপানে মারা গেছে ২ জন ও বজ্রপাতে মারা গেছে ২ জন। এছাড়া মরদেহ উদ্ধার হয়েছে ৬টি। গত এপ্রিল মাসে জেলায় ৪৩টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে জানিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া মাদক, চোরাচালান, মব ভায়োলেন্স, চাদাবাজি, জবরদখল, সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। সভায় সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।