নোয়াখালী জেলার সদর উপজেলা জামায়াতের রোকন হাফিজ মাওলানা কামাল উদ্দীন ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। মরহুমের মৃত্যুতে শোকবাণী প্রদান করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের আমীর জনাব ইসহাক খন্দকার, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারি ড. মিরাজুল ইসলাম।
মরহুম হাফিজ মাওলানা কামাল উদ্দীন জামায়াতে ইসলামী চরমটুয়া ইউনিয়ন এর ওয়ার্ড সভাপতি ছিলেন। ৫০ বছর বয়সে তার জীবনের ইতি ঘটে। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে যান। বুধবার বাদ যোহর জানাযা শেষে দাফন করা হয় মরহুমের নিজ পারিবারিক কবরস্থানে।
নেতৃবৃন্দ মরহুমের গুনাহগুলোর ক্ষমা করে দ্বীন প্রতিষ্ঠায় তার অবদান সহ যাবতীয় নেক আমলগুলো কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দানের মহান মনিব এর দরবারে দোয়া কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে শোক সইবার তাওফিক দানে আল্লাহর নিকট সাহায্য কামনা করেন।