পণ্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিতে মাগুরার জামরুলতলা বাজারে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করেছে। সম্প্রতি এ অভিযানে দুইটি দোকানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত। বাজারের মেসার্স তালুকদার স্টোর-এ মশলাসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য সংরক্ষণ এবং ভাউচার না রাখার দায়ে দোকান মালিক মানিক মন্মথ তালুকদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে মেসার্স অপূর্ব পাল অ্যান্ড সন্স স্টোরের মালিক অমিত পালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ ছিল—দোকানে মূল্যতালিকা সঠিকভাবে প্রদর্শন না করা, ভাউচার না রাখা এবং খাবার সংরক্ষণে অবহেলা।
অভিযান চলাকালে অন্যান্য দোকানও তদারকি করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, ঈদকে সামনে রেখে কেউ যেন পণ্যের দাম অযৌক্তিকভাবে না বাড়ায়।
এছাড়া ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করা হয়। অভিযানে সহায়তা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি বিশেষ দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করবেন বলে জানা গেছে।