টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বহুল প্রতীক্ষিত স্বপ্নের শিশু পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রধান অতিথি হিসেবে নবনির্মিত এই পার্কের ফিতা কেটে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সুষ্ঠু বিকাশ, আনন্দ ও সৃজনশীলতা বাড়াতে এমন বিনোদনকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টঙ্গীবাড়ীবাসীর জন্য এই পার্ক একটি সুন্দর উপহার।” তিনি পার্কের রক্ষণাবেক্ষণ ও মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ, কৃষি কর্মকর্তা পৃতিশ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মালেক, সাব-রেজিস্ট্রার মো. মোজাফফর হোসেন, থানা তদন্ত কর্মকর্তা কাজী মাসুদ, প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. স্বপন মাতুব্বর, বন কর্মকর্তা মো. হুমায়ূন কবির খান প্রমুখ।
এছাড়াও সোনারং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।