ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : সীমান্ত নিরাপত্তা জোরদার করতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র নবনির্মিত খড়কপুর বিওপি এবং সুরানপুর বিওপি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার খড়কপুর বিওপি’তে ফিতা কেটে উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। তিনি গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। বিওপির উদ্বোধন ফলক উন্মোচন করে বিওপিতে একটি আম গাছের চারা রোপণ করেন। পরে দেশ ও জাতীর মঙ্গলকামনা করে দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন। ২য় পর্বে সুরানপুর বিওপি উদ্বোধন করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান জানান, ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভোলাহাট বিওপি ও জেকে পোল্লাডাংগা বিওপি’র দায়িত্বরত এলাকা বড় এবং সীমান্ত হতে দূরে অবস্থিত হওয়ায় বিওপিদের পক্ষে চোরাচালান দমনে টহল পরিচালনা করা কষ্টসাধ্য ছিল। উক্ত পেক্ষাপট বিবেচনায় দায়িত্বরত এলকার ভারসাম্য রক্ষায় সুরানপুর ও খড়কপুর নামক স্থানে নতুন দুইটি বিওপি নির্মাণ করে উদ্বোধন করা হয়েছে।