গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন আলিমের বিএনপি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি বিগত সরকারের আমলে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপি’র দলীয় নির্দেশনা অমান্য করায় তার প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে গত ২৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
বিএনপি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন আলিমের বিএনপি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।