রংপুর অফিস, মিঠাপুকুর সংবাদদাতা : রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের ফুলচৌকি গ্রামে রবিউল ইসলাম (৩৮) নামে এক যুবকের সাপের কামরে যুবকের মৃত্যু হয়েছে।

সম্প্রতি ফুলচৌকি গ্রামের দুই সন্তানের জনক রবিউল ইসলামের এই মর্মান্তিক মৃত্যু ঘটে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, রবিউল ইসলাম প্রতিদিনের ন্যায় স্থানীয় হেলেঞ্চা বনবিট সংলগ্ন এলাকার একটি জলাশয়ে মাছ শিকার করতে গেলে বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। প্রথমে বিষয় টি শিং মাছের কাঁটার আঘাতে ব্যাথা মনে করে রবিউল ভোর ৫ টা পর্যন্ত মাছ শিকার করতে থাকে। ্ক্রমান্বয়ে সাপের বিষ তার গোটা শরীরে ছড়িয়ে পড়লে সকাল ৬ টা নাগাদ বাড়ি ফিরে আসে। এর কিছুক্ষন পর রবিউল ইসলামের মৃত্যু ঘটে।